লেখক বলছেন- এই বইয়ের নাম 'অনীশের সেরা ১০১', যার আসল মানে, 'অনীশের পছন্দের ১০১'। গল্প লেখার কাজটা আমি শুরু করেছিলাম ১৯৬৮ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে, আমার বয়েস তখন সতেরো মাইনাস। আর আমার সাম্প্রতিকতম গল্প প্রকাশিত হয়েছে ২০১৫-র জানুয়ারিতে। তা হলে অঙ্কের হিসেবে আমার এই তেষট্টি প্লাস বয়েসে লেখালিখির বয়েস দাঁড়াল প্রায় সাতচল্লিশ বছর। এই সুদীর্ঘ সময়ের লেখালিখি থেকে ১০১টা গল্প বেছে নেওয়াই যায়! তবে এই সংকলনে ৮৮টি গল্পের পাশাপাশি সাজিয়ে দিয়েছি ১৩টি নভেলেট। সেগুলোকে 'গল্প' হিসেবে ধরে নিয়েই মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০১, এবং আপনার কাছে সেই উপহার তুলে দিচ্ছি।এই সংকলনের সবচেয়ে পুরোনো গল্প আর সবচেয়ে নতুন গল্প, এই দুটি গল্পের মধ্যে সময়ের দূরত্ব চল্লিশ বছরেরও কিছু বেশি। কোনও বিশেষ ক্রম অনুসরণ করে গল্পগুলোকে সাজানো হয়নি। বরং আমি আমার ইচ্ছেমতো সাজিয়ে দিয়েছি।এই সংকলনে রহস্য, রোমাঞ্চ, ভৌতিক গল্প ছাড়াও আছে কিছু অন্যরকম গল্প। আর অন্তত চোদ্দো-পনেরোটি এমন গল্প আছে যেগুলো আমার কোনও বইতে এল এই প্রথম।
Specification
Titel: | অনীশের সেরা ১০১ |
---|---|
Author | অনীশ দেব |
Publication: | পত্র ভারতী (ভারত) |
ISBN: | 978-81-8374-305-1 |
Edition: | 2023 |
Number of Pages: | 900 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |