অল্পবিজ্ঞান গল্পবিজ্ঞান কল্পবিজ্ঞান...অল্পবিজ্ঞান আর গল্পবিজ্ঞানের মিশেল দিয়ে। তৈরি কল্পবিজ্ঞান। সহজ কথায় এ-ভাবেই বোধহয় ব্যাখ্যা করা যায় কল্পবিজ্ঞান-কাহিনীকে। বিজ্ঞানকে কেন্দ্রবিন্দু করে গড়ে ওঠা আকর্ষণীয় এক কল্পকাহিনী ১৮১৮ সালে কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। উপন্যাসটির নাম 'ফ্র্যাঙ্কেনস্টাইন। অর, দ্য মডার্ন প্রমিথিউস'। লেখিকা মেরি ওলস্টোনক্র্যাফট শেলি প্রখ্যাত ইংরেজ কবি পি. বি. শেলির স্ত্রী। টিন-এজার হিসেবে উপন্যাসটি লেখার কাজ শুরু করেছিলেন মেরি শেলি, আর সেটি বই হয়ে বেরোয় তিনি একুশ পেরনোর আগেই। উপন্যাসটির কিশোর-সংস্করণ 'ফ্র্যাঙ্কেনস্টাইন' নামে সুপরিচিত। আজ, একুশ শতকের দোরগোড়ায় পৌঁছেও এই উপন্যাসটির জনপ্রিয়তায় ভাটা পড়েনি। এইভাবেই পাশ্চাত্য সাহিত্যে একটি নতুন শাখা জন্ম নিয়েছিল ১৮১৮ সালে। আর বাংলা সাহিত্যে এ-জাতীয় গল্পের প্রচলন ১৮৯৬ সালে-স্বয়ং আচার্য জগদীশচন্দ্র বসুর কলমে। পরে বহু নামী-দামি লেখক নিয়মিত চর্চায় এই শাখাকে সমৃদ্ধ করেছেন। বড়দের উপযুক্ত কল্পবিজ্ঞান যেমন লেখা হয়েছে, তেমনই রচিত হয়েছে কিশোর-কিশোরীদের উপযোগী কল্পবিজ্ঞান। তবে বাংলা সাহিত্যে শেষ ধরনের কল্পবিজ্ঞান-কাহিনীই লেখা হয়েছে বেশি। কল্পবিজ্ঞানের গল্প মানেই শুধু নীরস বিজ্ঞানের একঘেয়েমি নয়, তার সঙ্গে মিশে থাকে কৌতূহল-জাগিয়ে-তোলা আকর্ষণীয় নতুন স্বাদের কাহিনী-যা পাঠককে ভাবাবে নতুন দিনের কথা, নতুন জীবনের কথা। অত্যন্ত হরলাল নেহরপরিশ্রম, যত্ন ও সতর্কতায় বাছাই করা এইকিশোর সঙ্কলনের বত্রিশটি গল্প সে-কথাই প্রমাণ করবে বারবার। তাই সঙ্কলনের সম্পাদক অনীশ দেব আত্মবিশ্বাসের সঙ্গে বইয়ের নামকরণ করেছেন 'সেরা কিশোর কল্পবিজ্ঞান' আর অনায়াসে এই বইকে আখ্যা দিয়েছেন তাঁর 'স্বপ্নের বই'। অনীশ দেব নিজে যে শুধু কল্পবিজ্ঞানের লেখক তা নয়, পাঠক হিসেবেও পৃথিবীর নানা ধরনের কল্পবিজ্ঞান-সাহিত্যের সঙ্গে গভীর পরিচয় তাঁর। পেশার দিক থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক হওয়ায় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তাঁর সহজাত। সেই বিশেষ দৃষ্টিভঙ্গি নিয়ে সুনির্বাচিত এই কল্পবিজ্ঞান সঙ্কলন কিশোর-কিশোরীদের হাতে তুলে দিতে গিয়ে তিনি বলেছেন, 'এই সঙ্কলনের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি গল্প তোমাদের জন্য। গত পাঁচ বছর ধরে নানান কিশোর কল্পবিজ্ঞান-কাহিনী পড়ে-পড়ে আমি আমার পছন্দের সেরা বত্রিশটি গল্প বেছে নিয়েছি।.... এই সঙ্কলনের বত্রিশটি গল্প যেন আগামী দিনের অজানা রঙিন দুনিয়ার এক-একটি দরজা। প্রমাণিত কিংবা অপ্রমাণিত সম্ভাব্য বিজ্ঞানকে কেন্দ্র গড়ে উঠেছে এর বেশিরভাগ গল্প। এই রঙিন জগতে পাঠকের মুখোমুখি হাজির হয়েছেন অবিস্মরণীয় ঘনাদা এবং প্রখ্যাত কল্পবিজ্ঞানী প্রোফেসর ত্রিলোকেশ্বর শম্ভু। এ ছাড়া আছেন মেঘ-চোর এক বিপজ্জনক বিজ্ঞানী আর প্রখর শ্রুতিক্ষমতার অধিকারী কাদের মিয়া। এই সঙ্কলনে আরও আছে টাইম মেশিনের গল্প, বিচিত্র রোবটের কাহিনী, মায়া সভ্যতার গোপন রহস্য, কুয়াশায় ঢাকা অজানা রহস্যময় জগৎ, ভয়ঙ্কর মারণ-পোকা, সংবেদনশীল গাছ, হঠাৎই-বুদ্ধি-বেড়ে যাওয়া এক আশ্চর্য বালকের কথা, আরও কত কী।১৯৯১ সালে প্রকাশিত অনীশ দেব সম্পাদিত"সেরা কল্পবিজ্ঞান' গ্রন্থের পরিপূরক অবশ্যপাঠ্যএই সঙ্কলন গ্রন্থটি যথার্থই সার্থকনামা।
Specification
Titel: | সেরা কিশোর কল্পবিজ্ঞান |
---|---|
Author | অনীশ দেব |
Publication: | আনন্দ পাবলিশার্স |
ISBN: | 9788172156077 |
Edition: | 11th, 2024 |
Number of Pages: | 330 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |