সত্যজিৎ রায় যত রচনা বেছেছিলেন, একটিমাত্র খণ্ডে তা ধরানো প্রায় অসম্ভব ছিল। তাই তখনই ঠিক হয়েছিল, তাঁর পছন্দের অন্য-রচনাবলি নিয়ে প্রকাশিত হবে পৃথক ও অনুরূপ আরেকটি স্বয়ংসম্পূর্ণ সংগ্রহ। অমর স্রষ্টার বাহাত্তরতম বর্ষপূর্তির এই পৃত লগ্নে বেরুল সেই সংকলন-'আরো সত্যজিৎ' নামে। বলা বাহুল্য, 'আরো সত্যজিৎ' পূর্ববর্তী 'সেরা সত্যজিৎ' গ্রন্থেরই সম্পূরক খণ্ড। আমাদের আক্ষেপ, মুদ্রিত আকারে এ-সংকলন তাঁর হাতে পৌঁছে দেওয়া গেল না। আমাদের সান্ত্বনা, এই সংগ্রহের প্রাথমিক অবয়বটি তিনি অন্তত দেখে যেতে পেরেছেন।'আরো সত্যজিৎ'-এও লেখক সত্যজিৎ রায়ের বিস্ময়কর প্রতিভার প্রতিটি দিককে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এতে স্থান পেয়েছে 'ফটিকচাঁদ' নামের অনন্যস্বাদ কিশোরোপন্যাস, দশ-দশটি নানা স্বাদের গল্প, প্রোফেসর শঙ্কুর চার-চারটি তাজ্জব কাহিনী, রূপকথার গল্প, অনূদিত গল্প। স্থান পেয়েছে গোয়েন্দা ফেলুদার রহস্য অ্যাডভেনচারের চার-চারটি সুবিশাল কাহিনী। আরও বড় কথা, ফেলুদার রহস্যভেদের একটি উপন্যাস একেবারে পত্রিকা থেকে সরাসরি এই সংকলনে নেওয়া হয়েছে, এখনও বই হিসেবে বেরোয়নি। অগ্রন্থিত আরও বহু রচনা এই সংকলনের আকর্ষণ বাড়িয়েছে। যেমন, পথের পাঁচালীর অপুকে নিয়ে শুটিংয়ের গল্প, দা ভিঞ্চির খাতা ও তুতানখামেনের সমাধি নিয়ে দুটি চমৎকার আলোচনা, সত্যজিৎ রায়ের প্রথম স্বরচিত কবিতা। 'সিনেমার কথা' নামে ধারাবাহিক একটি লেখা শুরু করেছিলেন সত্যজিৎ রায়, ক্ষুদে পাঠকদের সামনে ধাপে-ধাপে তুলে ধরছিলেন সিনেমা তৈরির কলাকৌশল। লেখাটি শেষ করে যেতে পারেননি তিনি, কিন্তু যে-কটি কিস্তি ছাপা হয়েছিল 'সন্দেশ' পত্রিকায়, তা উদ্ধার করে এনে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সংকলনে।
Specification
Titel: | আরো সত্যজিৎ |
---|---|
Author | সত্যজিৎ রায় |
Publication: | আনন্দ পাবলিশার্স |
ISBN: | 9788172150525 |
Edition: | 2022 |
Number of Pages: | 578 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |