সমকালে যেমন, আজ উত্তরকালেও তেমনই, সকিংবা তারও বেশি, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কিশোর-রচনাবলির আকর্ষণ অপ্রতিদ্বন্দ্বী, অপ্রতিরোধ্য। শুধু টেনিদার গল্প-উপন্যাস বলেই নয়, তাঁর যে-কোনও কিশোর-রচনাই বয়স-নির্বিশেষে যে সমান উপভোগ্য, তার প্রধান কারণ সম্ভবত এই যে, ছোটদের জন্যই শুধু লেখেননি এই অমর স্রষ্টা, ছোটদের হয়েও লিখেছেন। কিশোর-মনের মানচিত্র ছিল তাঁর নখদর্পণে। তাদের দুষ্টুমি আর দুর্মতি, কৌতুক আর কৌতূহল, কল্পনা আর প্রেরণা, দুঃসাহস আর রোমাঞ্চ-এমন সমস্ত কিছুকে জীবন্ত আর চিরজীবী করে ফুটিয়ে তুলেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় তাঁর কিশোরসাহিত্যে। সেই সমূহ রচনাকে এক খণ্ডের দুই মলাটের মধ্যে জড়ো করে এবার নতুন চেহারায় প্রকাশ করা হল এই 'সমগ্র কিশোর সাহিত্য'। এর আগে চারটি পৃথক খণ্ডে এই গ্রন্থের যে-সংস্করণ ছাপা হয়েছিল তার ভিত্তিতেই এই অখণ্ড সংস্করণ। তবু সর্বাংশে এক বলা যাবে না। পুরনো খণ্ডগুলিতে যে-সব ভুল-ত্রুটি ছড়িয়ে-ছিটিয়ে ছিল, তা যেমন শুধরে নেওয়ার চেষ্টা করা হয়েছে, তেমনই নানা সূত্র থেকে পরবর্তীকালে সংগৃহীত নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা কয়েকটি কবিতা, গল্প ও নাটিকাকেও যুক্ত করা হয়েছে এই অখণ্ড সংস্করণে। নতুন পরম্পরায় বিন্যস্ত করা হয়েছে যাবতীয় উপন্যাস, যাবতীয় গল্প, যাবতীয় নাটিকা, যাবতীয় প্রবন্ধ, যাবতীয় কবিতা এবং কিশোর-সাহিত্যে লেখকের আত্মপ্রকাশের ইতিবৃত্ত। পরিশিষ্টে অন্তর্ভুক্ত হয়েছে বাল্যরচনা ও স্মৃতিধর্মী একটি রচনা। আশা করা যায়, কালজয়ী লেখকের বয়স-ভোলানো কিশোর রচনাবলির এক খণ্ডের এই সংগ্রহ নতুন চেহারাতেও আগের মতোই পাঠকচিত্ত জয় করবে।
Specification
Titel: | সমগ্র কিশোর সাহিত্য |
---|---|
Author | নারায়ণ গঙ্গোপাধ্যায় |
Publication: | আনন্দ পাবলিশার্স |
ISBN: | 9788172155018 |
Edition: | 10th Edition 2022 |
Number of Pages: | 1004 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |