মাইকেল মধুসূদন দত্তের যে-জীবনী এক শতাব্দী ধরে জানা ছিলো, তা ছিলো আলো - আঁধারিতে ঘেরা এবং জনশ্রুতিনির্ভর। সেই কল্পিত কাহিনীকে ভ্রান্তিমুক্ত করে গোলাম মুরশিদ আশার ছলনে ভুলি (১৯৯৫) গ্রন্থে মাইকেলের জীবন কিভাবে পুনর্গঠন করেন, বর্তমান গ্রন্থে সেই রোমাঞ্চকর কাহিনী বর্ণনা করেছেন তিনি। সেইসঙ্গে সংযোজিত হয়েছে সেইসব দুর্লভ ডকুমেন্টের আলোকচিত্র, যা মাইকেল-জীবনীকে বাস্তবের ওপর দাঁড় করিয়েছে। এ ছাড়া, এ বইয়ে আছে মাইকেল - জীবনের একটি বিস্তৃত কালপঞ্জী এবং তাঁর নিজের রচনা ও তাঁর সম্পর্কিত রচনাবলীর পরিচিতি-সহ একটি দীর্ঘ তালিকা। মাইকেল মধুসূদন সম্পর্কে উৎসাহী পাঠক-পাঠিকাদের জন্যে এ বইটি বিবেচিত হবে একটি অমূল্য গ্রন্থ হিসেবে। কী করে একটি গবেষণার ধারণা জন্ম নেয় এবং নানা চড়াই-উত্রাইয়ের মধ্য দিয়ে কিভাবে সেই গবেষণার কাজটি সুসম্পন্ন করা যায়, সে সম্পর্কেও প্রত্যক্ষ ধারণা পাবেন সাধারণ গবেষক। তা ছাড়া, গবেষণার তথ্যকে কিভাবে বিশ্লেষণ করে একটি সুসংবদ্ধ গ্রন্থ রচনা করতে হয়, সে সম্পর্কেও ইঙ্গিত রয়েছে এ বইয়ে।
Specification
Titel: | মধুর খোঁজে |
---|---|
Author | গোলাম মুরশিদ |
Publication: | অবসর প্রকাশনা সংস্থা |
ISBN: | 984-415-210-0 |
Edition: | 2nd print, 2015 |
Number of Pages: | 159 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |