যুগযুগ ধরে আমাদেরকে শেখানো হয়েছে ১৯৪৭-এর ১৫ই আগস্ট ভারতীয়রা ব্রিটিশের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বলে এ তারিখটি 'স্বাধীনতা দিবস'। কিন্তু যদি সত্য এটাই হয় যে, দিনটি ব্রিটিশের স্বেচ্ছায় চলে যাবার তারিখ অথবা শক্তির হস্তান্তর দিবস মাত্র-তাহলে?সম্রাট অশোকের মতো কত সব প্রাচীন সম্রাট এবং রাজাদের ইতিহাস যুগযুগ ধরে শেখানো হচ্ছে। কিন্তু যদি প্রমাণিত হয় যে তাঁদের অনেকের মতো সম্রাট অশোক নামে কোনো সম্রাটের পৃথিবীতে জন্মই হয়নি-তাহলে? দেশের মানুষকে শেখানো হয়েছে মুসলমানেরা উন্নতি করতে পারেনি কারণ তারা নাকি ব্রিটিশ সরকারের সাথে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেনি, আর এ না পারার পিছনে ছিল নাকি তাদের ধর্মের গোঁড়ামি, অহমিকা অথবা ইংরেজি শিক্ষার প্রতি অবহেলা-এক কথায় দূরদর্শিতার অভাব! কিন্তু যদি প্রমাণিত হয় যে, সে সময় শাসক সরকারের সাথে খাপ খাইয়ে' নেওয়ার অর্থ ছিল ব্রিটিশের শোষণ ও অপশাসনকে সার্বিক সমর্থন করা, তাতে মদদ জোগানো, স্বার্থসিদ্ধির জন্য স্বধর্ম ত্যাগ করা এবং সাহেবদের আদেশ-আবদার-উপদেশ অনুযায়ী নিজের স্ত্রী, কন্যা, বোন ও পুত্রবধূকে নিবেদন করে তাদের ঔরসজাত মিশ্রিত রক্তের একটি সহকারী ভারতীয় দল সৃষ্টি করার জন্য।
Specification
Titel: | বজ্রকলম |
---|---|
Author | গোলাম আহমাদ মোর্তজা |
Publication: | বিশ্ববঙ্গীয় পাবলিকেশন |
ISBN: | 81-88792-13-6 |
Edition: | 2019 |
Number of Pages: | 273 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |