'তুমি আমাকে ভালোবাসোতো?''হ্যাঁ বাসি।''কেন ভালোবাসো?''অন্যরা যেমন বলে তেমন করে বলব, নাকি সত্যটা বলব?''অন্যরা কেমন করে বলে?''এই ধরো, ভালো লাগে বলে ভালোবাসি। তোমার মতো করে আমাকে আর কেউ বোঝে না। এইসব।''তা তুমি কী বলবে?''আমি যেটা বলব, সেটা শুনলে তোমার খারাপ লাগবে।' মুনিয়া আচমকা যেন শক্ত হয়ে গেল। রাফির সঙ্গে তার সম্পর্কের সমীকরণটা গোলমেলে, যুক্তিহীন, বেহিসেবি। সে নিজেও জানে না অসম বয়সের এই তুমুল বিপজ্জনক সম্পর্কটা কেমন করে এই অবধি এলো!মুনিয়া বলল, 'বলো, শুনি?'রাফি বলল, 'শরীরের জন্য।'মুনিয়া যেন অকস্মাৎ কথাটা বুঝতে পারল না। তবুও তার সারা শরীর ঝিমঝিম করে উঠল। সে আর্তনাদের স্বরে বলল, 'কী!'রাফি শান্ত এবং স্থির কণ্ঠে বলল, 'তোমার শরীরের জন্য আমি তোমাকে ভালোবাসি।'মুনিয়া জানে না সে কী বলবে! তার কেবল মনে হচ্ছে তার চারপাশের চেনা জগৎ, চেনা মানুষ, চেনা জীবন সকলই কাচের দেয়ালের মতো হুড়মুড় করে ভেঙে পড়ছে। সে জানে, সে আয়নায় প্রসাধনীবিহীন মুখের রেখা আড়াল করতে চায়। কিন্তু পারে না। পলাতক প্রেমিকের মতোই ক্ষতচিহ্ন রেখে যাচ্ছে পলাতক সময়। পুরুষের কাছে ফুরিয়ে আসছে তার শরীরী আয়ু। রাফির কাছেও!দূরে তখন সূর্য ডুবছে। ফুরিয়ে আসছে আলো। নিস্তেজ হয়ে আসছে ঝাঁজালো দিন। খানিক বাদেই অন্ধকার নামবে। মুনিয়ার নিজেকে হঠাৎ ওই অন্তগামী সূর্যের মতো মনে হতে লাগল। বিষণ্ণ, নিষ্প্রভ, একা।
Specification
Titel: | অর্ধবৃত্ত |
---|---|
Author | সাদাত হোসাইন |
Publication: | অন্যধারা |
ISBN: | 978-984-94319-0-9 |
Edition: | 2021 |
Number of Pages: | 384 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |