কোটি কোটি সাধারণ মানুষ মহানবী (স.) সম্বন্ধে কিছুই জানেন না অথবা অল্প জানেন অথবা অসত্য বা বিপরীত কিছু জানেন, যা সকলেরই সর্বনাশের কারণ। আমাদের এই পুস্তক প্রণয়ন বা সংকলন করার মূল উদ্দেশ্য হল, কোটি কোটি সাধারণ মানুষের নিকট পৌঁছে যাক মহানবীর (স.) মহামূল্যবান বাণীর একটি চিত্তাকর্ষক অংশ—যার ফলে তাঁরা মহানবীর (স.) মূল্যায়ন করতে নিতে পারবেন সুসাহসিক পবিত্র পদক্ষেপ। যে কথাটা খুব বেশি জোর দিয়ে বলা যায় তা হচ্ছে, যেকোন জাতির যেকোন ধর্মের যেকোন মানুষ অথবা মহানবীর (স.) বিরোধী অত্যন্ত মন্দমানুষও যদি হযরত মুহাম্মাদের (স.) হাদীসের সঙ্গে সংযুক্ত করতে পারে নিজেকে, তাহলে যতো শতাংশ তা আত্মস্থ এবং বাস্তবায়িত করা সম্ভব হবে ততো শতাংশই মহান হতে মহানতর হওয়া তার পক্ষে সম্ভব। সুতরাং নিজের নিজের সংসার হতে যদি শুরু করা হয় এই অনুশীলন, তাহলে অদূর ভবিষ্যতে পরিলক্ষিত হবে যে, সেই অনুশীলনের ঢেউ পরিণত হয়েছে পবিত্র এক মহাবন্যায় – যা সমগ্র সমাজ দেশ মহাদেশ অবশেষে গোটা বিশ্বে নিয়ে আসবে মানব সমাজের হারিয়ে যাওয়া প্রতীক্ষিত মানবতাবাদ। যে সমস্ত অধ্যাপকবৃন্দ পুস্তকটি প্রকাশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা ও শ্রম দিয়েছেন তাঁদের সকলের ঋণ অনস্বীকার্য। মহান প্রতিপালক প্রকৃত পারিশ্রমিক দান করবেন তাঁদের ইহকাল ও পরকালে। আমার এই সামান্য প্রয়াস যদি পুণ্যপ্রাপ্তির কারণ হয় তাহলে তা যেন উৎসর্গিত হয় আমার এবং আমার পাঠক-পাঠিকাদের পরলোকগত আত্মীয়-আত্মীয়াদের পরকালের কল্যাণে।
Specification
Titel: | ৪৮০ টি হাদীস ও বিশ্বসমাজ |
---|---|
Author | গোলাম আহমাদ মোর্তজা |
Publication: | বিশ্ববঙ্গীয় পাবলিকেশন |
ISBN: | 81-88792-20-9 |
Edition: | 2018 |
Number of Pages: | 104 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |