মুনা সকাল থেকেই মামুনের জন্যে অপেক্ষা করছিল। এগারোটার দিকে তার কেন যেন মনে হল মামুন আসবে না। এ রকম মনে হবার কারণ নেই। কিন্তু মনে যখন হচ্ছে তখন সে সত্যি আর আসবে না।পুলিশের হাঙ্গামায় বাকের এর আগেও দু'বার পড়েছে। প্রথমবার ভয় ভয় করছিল। জীপে করে থানায় যাবার সময় তার বুক কাঁপছিল এবং প্রচণ্ড পিপাসা বোধ হচ্ছিল। থানায় পৌছে অবশ্যি ভয়টা কেটে গেল। ওসি সাহেব চমৎকার ব্যবহার করলেন। এমন ভাবে কথাবার্তা বলতে লাগলেন যেন বাকের তাঁর দীর্ঘদিনের চেনা মানুষ। চা-সিগারেট খাওয়ালেন। ঘন্টা দু'এক পর বললেন, আচ্ছা ভাই যান।মুনা জহিরের চিঠি পেয়ে নেত্রকোনায় চলে এসেছে। চিঠিতে সে ভেঙে কিছু বলেনি। অস্পষ্ট ভাবে কিছু কথাবার্তা লেখা যা পড়ে মুনা চমকে উঠেছে। সাতদিনের ছুটি নিয়ে রওনা হয়েছে। সঙ্গে আছে বাবু। বাবু কয়েকবার ভয়ে ভয়ে জানতে চেয়েছে-চিঠিতে কি লেখা? মুনা বিরক্ত হয়ে বলেছে-কিছু লেখা নেই।
Specification
Titel: | কোথাও কেউ নেই |
---|---|
Author | হুমায়ূন আহমেদ |
Publication: | কাকলী প্রকাশনী |
ISBN: | 978-984-92244-4-0 |
Edition: | 2023 |
Number of Pages: | 253 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |