"ঘাস খেতে-খেতে হঠাৎ চুনাপাথরের মতাে রঙের এক-একটা গাভী যেমন নাড়ীর টানে চোখ তুলে, মুখ তুলে দাঁড়ায়, খুঁটোয় টান পড়ে, গলায় টান পড়ে দড়িটা একেবারে টান-টান হয়ে গেছে বলে, অর্চিতা তেমনি কেমন একটা নিস্তব্ধ অব্যক্তভাবে দু-এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। গলার দড়িতে টান পড়েছে প্রায়—খুঁটোটা মাটির ভিতরে অনেক দূর ডােবানাে, খুব শক্ত; মুহূর্তের মধ্যেই এই বিদঘুটে অস্বস্তির ভাবটা ঢিলে হয়ে গেল—নিজের সহজ সত্তায় ফিরে এসে অর্চিতা বললে, ‘আশ্চর্য—একেই বলে হাওয়া হয়ে যাওয়া। তুমি, আমি, কাকের ডানা, ঘাসের শিস কেউ কিছু জানল না, পুলিশে কোনাে কিনারা করতে পারল না। জলপাইহাটি থেকে বেরুবার দুটো তাে পথ—একটা স্টিমার লাইনে, একটা ট্রেন লাইনে। উনি বলেছেন এ দুটো দিয়ে স্টেশনের কোনাে লােকই রাণুকে বেরিয়ে যেতে দেখেনি। রাণু স্টেশন দিয়ে যদি যায় সে তাে দেখার জিনিশ; নদীর শুশুকগুলাে অব্দি ঝুপঝুপুর করে চোখ পালটে দেখে যায়। কিন্তু কেউ দেখল না..."
Specification
Titel: | জলপাইহাটি |
---|---|
Author | জীবনানন্দ দাশ |
Publication: | প্রতিক্ষণ |
ISBN: | 978-81-955031-2-4 |
Edition: | 1st Edition,2022 |
Number of Pages: | 328 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |