বাংলা, বাংলাদেশ, বাঙালি জাতি ও বাংলা ভাষা বিবর্তন শেষে দীর্ঘদিনে একটি জাতির পূর্ণতা প্রাপ্তি ও স্বাধীন জাতি হিসেবে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন ভাবে মাথা তুলে দাঁড়াবার ইতিহাস-ই বং থেকে বাংলা উপন্যাসের মূল পটভূমি। প্রাগৈতিহাসিককাল থেকে শুরু করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের বিজয় গৌরব অর্জন পর্যন্ত প্রায় আড়াইহাজার বছরব্যাপী প্রবহমান ইতিহাসবর্ণিত এই উপন্যাসে রয়েছে একটি বিবর্জিত মানবগোষ্ঠীর জাগরণ ও উত্থানের কাহিনি। বইটি লিখতে সময় লেগেছিল প্রায় ৪ বছর-১৯৭২ থেকে ১৯৭৫।
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.