িক কবে ভারতীয়রা উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে যাত্রা করে, তা নির্দিষ্ট করে জানার উপায় নেই। বিভিন্ন বিবরণ থেকে অনুমান করা যায়, এর সূচনা হাজার বছরেরও আগে। যেমন ভারত ও চীনের বাণিজ্যপথের মধ্যে অবস্থিত মালয় উপদ্বীপ যীশুখ্রিস্টের জন্মের বহু আগে থেকেই ভারতবর্ষে পরিচিত ছিল। আমরা জানি, খ্রিস্টের প্রথম ৫০০ বছরের মধ্যেই বেশ কয়েকটি হিন্দু রাজ্য ঐ অঞ্চলে প্রতিষ্ঠিত হয়। মালয় উপদ্বীপের পূর্ব থেকে পশ্চিমে হিন্দু উপনিবেশিকদের বসবাসের চিহ্ন এখনো দৃশ্যমান। এখনো ব্যান্ডন উপসাগরের কূলের দেশগুলোর অনেক জায়গায় ভারতীয় চেহারার মানুষের উপস্থিতি লক্ষণীয়। জাভা, সুমাত্রা, বোর্ণিও, বলিদ্বীপ, সুবর্ণদ্বীপ, মলাক্কা, চম্পা, কম্বোজ, থাইদেশ, বার্মা এরকম কিছু এলাকায় ভারতীয় উপনিবেশ স্থাপনের পেছনে মূল কারণ ছিল দুটি। একটি বাণিজ্য। অন্যটি ধর্মপ্রচার। ধর্মপ্রচারের ক্ষেত্রে আমরা দেখি, হিন্দু ব্রাহ্মণ ও বৌদ্ধ-এই দুইই এসেছিলেন এসব অঞ্চলে। সংখ্যায় হিন্দু ব্রাহ্মণদের প্রাধান্য ছিল। বাণিজ্য ও ধর্মপ্রচার-এ দুইয়ের প্রয়োজনে উপনিবেশ স্থাপিত হয়। হিন্দু ও বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি বিস্তার লাভ করে। পরবর্তীসময়ে অবশ্য বেশ কয়েকটি উপনিবেশের পতন ঘটে মুসলমানদের হাতে।রমেশচন্দ্র মজুমদারের এ বইটি পাঠকদের আবিষ্কারের স্বাদ দেবে। বহু না-জানা ও সামান্য জানা তথ্যের বিস্তার ফেলে আসা এক অচেনা পৃথিবীকে পরিচয় করিয়ে দেবে।
Specification
Titel: | সুদূর প্রাচ্যে হিন্দু উপনিবেশ |
---|---|
Author | রমেশ মজুমদার |
Translator: | সুমিত্রা চৌধুরী |
Publication: | দিব্যপ্রকাশ |
ISBN: | 9789849230991 |
Edition: | 2022 |
Number of Pages: | 256 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |