সত্যেন সেনের স্বতন্ত্রধারার গ্রন্থ- 'গ্রাম বাংলার পথে পথে'। সত্যানুসন্ধানের তথ্য সংগ্রহে সত্যেন সেন চারণের মতো ঘুরে বেড়িয়েছেন বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। উদ্দেশ্য, এ দেশের কৃষক-শ্রমিক আন্দোলনের হারিয়ে যাওয়া ইতিহাস সন্ধান। এই উদ্দেশ্যে তিনি ছুটে বেড়িয়েছেন রংপুর, দিনাজপুর, খুলনা, যশোর, সিলেট প্রভৃতি এলাকা। দৈনিক সংবাদ-এ নিয়মিত লেখার তাগিদেই এই ছুটে চলা। যেখানে গিয়েছেন, মিশেছেন সাধারণ মানুষের সঙ্গে। শুনেছেন তাদের অতীত সংগ্রামের ঐতিহ্যগাথা। শুনেছেন কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের সংগ্রাম-সংগঠন আর বিজয় ঐতিহ্যের অমর কাহিনি। সেই সঙ্গে অত্যাচারী জমিদার-জোতদার প্রভৃতি নিপীড়কশক্তির অমানুষিক কাহিনি। যা শুনেছেন তা প্রকাশ করেছেন সাহিত্যের ভাষায়। ফলে ইতিহাসের এইসব উপাদান ইতিহাসের গণ্ডি ছাড়িয়ে হয়ে উঠেছে কালজয়ী সাহিত্য, অমর কথাসাহিত্যবিশেষ।সত্যেন সেনের প্রশ্ন- 'গ্রাম বাংলার পথে পথে চলি, হারানো মানিক কুড়িয়ে বেড়াই, আর প্রশ্ন করি নিজেকে, আমরা এসব কথা জানি না কেন? যাঁরা নিজেদের জীবনের শ্রেষ্ঠ অংশ জনসাধারণের জন্য তিলে তিলে দান করে দিয়ে গিয়েছেন, গণআন্দোলনের পথে যাঁরা আমাদের অফুরন্ত শক্তি ও প্রেরণার উৎস হতে পারেন, তাঁদের আমরা এমন করে হারিয়ে ফেলি কেন?' এমন প্রশ্নের উত্তরসন্ধানী গ্রন্থ- 'গ্রাম বাংলার পথে পথে'।
Specification
Titel: | গ্রামবাংলার পথে পথে |
---|---|
Author | সত্যেন সেন |
Publication: | ঐতিহ্য |
ISBN: | 978-984-776-982-0 |
Edition: | 2023 |
Number of Pages: | 176 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |