প্রাচীন পৃথিবীর সামরিক ইতিহাস থেকে শুরু করে আধুনিককালের সামরিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে অধিকাংশ যুদ্ধ সংঘটিত হয়েছে স্থলভাগে। নৌযুদ্ধের বড় একটি ক্ষেত্র সাগর কিংবা মহাসাগরে ঘটেছে। পৃথিবীর বড় বড় নদ নদীর বুকে নৌযুদ্ধ হয়েছে অসংখ্য। এশিয়ার সামরিক ইতিহাসে গঙ্গা-পদ্মা এবং ব্রহ্মপুত্রের বুকে সংঘটিত নৌযুদ্ধগুলো ছিল একাধিক কারণে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এ-সকল নৌযুদ্ধের অনেকগুলোই ভারতীয় উপমহাদেশের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।নৌবিদ্যায় বিশেষভাবে পারদর্শী দেশ বিশ্বের বিভিন্ন জাতির উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে- এটিই ইতিহাস। অষ্টম শতাব্দী থেকে শুরু করে পরবর্তী কয়েক শতাব্দী ব্যাপী আরব জাতি নৌবিদ্যায় ছিল সেরা। যেহেতু সমুদ্রের উপর ছিল আরব জাতির একচ্ছত্র আধিপত্য কাজেই তদানীন্তন বিশ্বকে এরাই নিয়ন্ত্রণ করেছে। পরবর্তী সময়ে বৃটিশরা ছিলো নৌবিদ্যায় অগ্রগণ্য। পৃথিবীর মানচিত্রে এদের অবস্থানের কথা সর্বজন বিদিত। বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র নৌশক্তিতে পৃথিবীতে সেরা বলে স্বীকৃত। বাংলায় মুসলিম শাসন শুরু হবার অন্তত একশত বছরপর ভাটি বাংলা গৌড়ের মুসলিম শাসকদের নিয়ন্ত্রণে এসেছিল। এর প্রধান কারণ ছিল তখন অবধি গৌড়ের মুসলিম সুলতানগণ শক্তিশালী নৌবহর গঠন করতে সক্ষম হননি যার দ্বারা ভাটি বাংলার নদী বহুল এলাকা দখল করা সম্ভব হবে। ষোড়শ শতাব্দী পর্যন্ত মোগলদের হাতে যুদ্ধে জয়লাভ করার মতো শক্তিশালী নৌবাহিনী ও নৌবহর ছিল না। সপ্তদশ শতাব্দীর প্রথম দশকে মোগল বাহিনীতে সংযুক্ত হলো সুবৃহৎ শক্তিশালী নৌ জাহাজের বহর। এরা একে একে সমগ্র বাংলা জয় করতে সক্ষম হলেন।
Specification
Titel: | ব্রহ্মপুত্র যমুনায় সামরিক অভিযান |
---|---|
Author | মাহবুব সিদ্দীকি |
Publication: | দিব্যপ্রকাশ |
ISBN: | 9789849341833 |
Edition: | 2018 |
Number of Pages: | 224 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |