জন্ম : ১৭ আষাঢ় ১৩৪৬/২ জুলাই ১৯৩৯। জন্মস্থান : হুগলি, পশ্চিমবঙ্গ। পিতা : মুহম্মদ শামসের আলী; মাতা : আমিনা খাতুন; শিক্ষাজীবন : হুগলি, ঢাকা, মস্কো, কলকাতা। মানবিক শাখা, বাংলা সাহিত্য এবং রুশ ভাষা পিএইচডি ডিগ্রি লাভ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে। পেশা : সাহিত্যের অধ্যাপনা ও লেখালেখি, দেশে ও বিদেশে। প্রিয় : আড্ডা, গ্রন্থপাঠ ও সংগীতশ্রবণ। গ্রন্থসংখ্যা : কবিতা, প্রবন্ধ, সাহিত্যালােচনা, অনুবাদ, শিশুসাহিত্য, ছাত্ৰপাঠ্য গ্রন্থ ইত্যাদি মিলে সত্তরের অধিক। পুরস্কার : বাংলা একাডেমি পুরস্কার (১৯৮৩), অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (১৯৮৯), বাংলাদেশ শিশু একাডেমী পুরস্কার (১৪১৮) ছাড়াও বিভিন্ন উল্লেখযােগ্য পুরস্কারে সম্মানিত। বসবাস : পুরনাে ঢাকায়।
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.