হারুকি মুরাকামির ছোটগল্পের বই পাঁচটি। সেগুলোতে এ পর্যন্ত প্রকাশিত হয়েছে ৬২টি গল্প । এই বই তাঁর আটটি গল্পের বাছাই করা সংকলন। এর মধ্যে ২০২১-এ প্রকাশিত মুরাকামির সর্বশেষ গল্প সংকলন ফার্স্ট পারসন সিঙ্গুলার থেকেও দুটো গল্প আছে। মুরাকামির গল্পের চরিত্রগুলো একই সঙ্গে অদ্ভুত রকমের সরল আর রহস্যময়। প্রকরণের দিক থেকে এই বইয়ের গল্পগুলোকে নির্দিষ্ট কোনো ধাঁচে ফেলা কঠিন। কিন্তু গল্পগুলোর সাধারণ যে বৈশিষ্ট্য পাঠককে আকৃষ্ট করে তা হলো তাঁর চরিত্রগুলো অন্তর্মুখী, প্রায়ই আত্মবিশ্বাসহীন। মুরাকামির গল্প পড়তে পড়তে নিঃসঙ্গতার একটা চোরা স্রোত বয়ে যায় পাঠকের ধমনিতে । কিছু গল্প অস্বস্তি তৈরি করে; মনে দাগ কাটে। কোনো কোনো গল্প আপনাকে টেনেহিঁচড়ে নিয়ে যাবে কমফোর্ট জোনের বাইরে। যেন চেনা পৃথিবীর গল্প নয় এগুলো। এসব সত্ত্বেও পৃথিবীব্যাপী কোটি কোটি পাঠক কেন মুরাকামির লেখা ভালোবাসবে? গল্পগুলো পড়লেই শুধু তা বোঝা যাবে।
Haruki Murakami is a Japanese writer. His books and stories have been bestsellers in Japan as well as internationally, with his work being translated into 50 languages and selling millions of copies outside his native country. His work has received numerous awards, including the World Fantasy Award, the Frank O'Connor International Short Story Award, the Franz Kafka Prize, and the Jerusalem Prize. Murakami's most notable works include A Wild Sheep Chase (1982), Norwegian Wood (1987), The Wind-Up Bird Chronicle (1994–95), Kafka on the Shore (2002), and 1Q84 (2009–10). He has also translated works by writers like Raymond Carver and J. D. Salinger into Japanese. His fiction, sometimes criticised by Japan's literary establishment as un-Japanese, was influenced by Western writers from Chandler to Vonnegut by way of Brautigan. It is frequently surrealistic and melancholic or fatalistic, marked by a Kafkaesque rendition of the "recurrent themes of alienation and loneliness"[6] he weaves into his narratives. Steven Poole of The Guardian praised Murakami as "among the world's greatest living novelists" for his works and achievements.
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.