'আরে আমি একটা কাপুরুষ, বুঝলে? সুচিত্রা বোস বলে একটা মেয়ে ছিলো, খৃস্টান, আমাকে ওদের ধর্মে দীক্ষিত করার জন্যে সোজাসুজি প্রস্তাব দিয়েছিলো, জানো না শামিম, খৃস্টান হলে আমার দারিদ্র্য-টারিদ্র্য থাকতো না কিছুই। আমি তো অনেক আগে গিয়েছি পাহাড়ী এলাকায়, তখনও ওদের কোনো কোনো গোষ্ঠীর মেয়েরা নগ্নবক্ষা থাকতো, ওসব দেখেছিও অনেক, কিন্তু কোনো উত্তেজনা বা অশ্লীলতা জাগায় না ওদের ঐ অর্ধনগ্নতা, মনে হয় নিতান্তই স্বাভাবিক। গহীন জঙ্গলের ভেতরে গিয়েছি আমি ওদের সঙ্গে, আমার যাওয়া উপলক্ষে খাওয়া-দাওয়া হয়েছে, নাচ-গান, রাত্রিবেলা সব একসঙ্গে শুয়ে পড়েছি, ভোরবেলা ঘুম ভেঙে দেখি- একটা মেয়ের খোলা বুকের ওপর আমার পা- কিন্তু বিশ্বাস করো, কোনো যৌন উত্তেজনা ছিলো না তাতে-'
Specification
Titel: | চাকা (বর্ষাদুপুর) |
---|---|
Author | আবদুল মান্নান সৈয়দ |
Publication: | বর্ষাদুপুর |
ISBN: | 978-984-90894-1-4 |
Edition: | ১ম প্রকাশ বইমেলা ২০১৪ |
Number of Pages: | 64 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |