মজনু থিতু হতে চায়। দুপুরের গরম রোদ আসে। রোদের ঠোঁট ছুঁয়ে দেয় ত্বক, লোম। পাতায় পাতায় দোল খায় হাওয়া। নদীর পাড় লাগোয়া গাছগুলো কেমন নতজানু হয়ে থাকে। কুর্নিশ জানায় কি নদীকে? একটুখানি ঝুঁকে জলের আয়নায় নিজের চেহারাটুকুনও দেখে নিতে পারে। সূর্যটা পাকাপোক্তভাবে ঠাঁই নিয়েছে আকাশের এক কোনায় এখন। নৌকাটা যাচ্ছে। মাছের মতন। রুপোলি জলের স্রোত কেটে কেটে। ছোট্ট একটা নৌকা। তার পাটাতনে গা এলিয়ে খালি গায়ে শুয়ে আছে মজনু শাহ। আকাশের দিকে তাক করা মুখ। সূর্যের আলোর তেজে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না ওপরে। চোখ ধরে যায়। মজনু চোখ বন্ধ করে। আজ আর গন্তব্য নেই কোনো। নৌকা চলবে মনমতন। স্রোত যেদিকে নিয়ে যাবে, সেদিকে। নদীর শেষ সাগরে। তবে সাগরে যাওয়া যাবে না। সাগর মজনুর জন্য নয়। নদীই ভালো। সাগরে পৌঁছানোর ঠিক আগেই চলে যেতে হবে নদীর অন্য কোনো শাখা-প্রশাখায়। সব ভেবে রেখেছে মজনু। নদীতে নদীতেই কাটুক, কাটবে এক জীবন। সুখ। সুখে মজনু গান ধরে-'লীলাখেলা বোঝা দায়, ও মন, রোগে দিও সঠিক দাওয়া, বুঝে লক্ষ্মণ...।'
Specification
Titel: | মকবরা |
---|---|
Author | কিঙ্কর আহ্সান |
Publication: | বর্ষাদুপুর |
ISBN: | 978-984-91975-8-4 |
Edition: | ১ম প্রকাশ বইমেলা ২০১৬ |
Number of Pages: | 96 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |