আমি ইশতিয়াককে চিনি প্রায় দশ বছরের উপর। এই সময়টা ধরে বাংলা রক সংগীতের একজন নিবেদিত অনুরাগী থেকে আরম্ভ করো তার গীতিকবি হয়ে ওঠা, অপরিণত কিন্তু 'সিরিয়াস' গায়ক হওয়া এবং রক সংগীত গবেষক হিসেবে নিজস্ব স্থান করে নেয়া- পুরো রূপান্তরটাই আমি নিজ চোখে দেখেছি।ইশতিয়াকের পথচলায় জ্বালানী হিসেবে ছিল বাংলাদেশের রক ইতিহাস দর্শন, মিউজিশিয়ানদের জীবন ও জীবনযাত্রা সম্পর্কে জানতে চাওয়ার তার অফুরান তৃষ্ণা। এ প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, যদিও সকল বিশ্ববিদ্যালয়েই ইতিহাস পড়ানো হয়, কিন্তু বাংলাদেশের রক সংগীত এখনও এক অজানা অনাবিষ্কৃত অধ্যায় হয়েই রয়েছে। এ বিষয়ে বইটি একজন উঠতি ইতিহাসবিদের গবেষণার প্রথম অধ্যায় হতে পারে।প্রজন্মের উল্লেখযোগ্য লেখক হিসেবে সে আমার প্রত্যাশাকেও অনেকাংশে ছাড়িয়ে গিয়েছে। তার এই অভিনব নেশাকে এগিয়ে নিতে বিভিন্ন সময় আমি তাকে বহু তথ্য-উপাত্ত দিয়ে দিক নির্দেশন দেওয়ার চেষ্টা করেছি। বলাবাহুল্য, কাজটা মোটেও সহজ ছিল না। প্রবাদ রয়েছে, 'যে জাতি নিজের ইতিহাস ভুলে যায়, তার পুনরাবৃদ্ধি ঘটতে বাধ্য'। বাংলাদেশের রক ইতিহাসের অজানা গোলকধাঁধান ইশতিয়াকের অভিযানের সারাংশ তার বইয়ের শিরোনামেই প্রকাশ পায়, যা কিনা ১৯৯০ সনে প্রকাশিত আমারই এক গান থেলে অনুপ্রাণিত- 'জন্মেছি এই যুগে'।ইতিহাস সময়কে বন্দী করে, আর সময় সবচেয়ে ভালো প্রতিফলি হয় মানুষের চোখ এবং কানে। তাই সংগীতের ওপর ইশতিয়াকে লেখালেখি বিশেষভাবে কার্যকর কারণ সে দুটি অভিজ্ঞতারই সম্মিল ঘটাতে সক্ষম। বইটি পড়তে পড়তে আপনার কানে গানগুলো বেলে উঠবে এবং সেই সময়ের চালচিত্র ও প্রভাব আপনি মনোদৃষ্টিতে দেখতে পারবেন। এটি একটি উচ্চমার্গীয় শৈল্পিক প্রচেষ্টা- তাতে কোনো সন্দেহের অবকাশ নেই।আমি ইশতিয়াকের বইয়ের দুর্দান্ত সাফল্য কামনা করি। একই সাথে বাংল রক সংগীতেরও সমৃদ্ধি কামনা করি, যাকে ভালবেসে অনেক সহযোদ রক্ত, ঘাম ও অশ্রু ঝরিয়েছেন এবং নিঃসন্দেহে ঝরাতে থাকবেন।
Specification
Titel: | আমার অহংকার আমি গান ‘শুনি’ এই যুগের |
---|---|
Author | ডা. ইশতিয়াক ইসলাম খান |
Publication: | বর্ষাদুপুর |
ISBN: | 978-984-94588-9-9 |
Edition: | ১ম প্রকাশ বইমেলা ২০২০ |
Number of Pages: | 240 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |