"আলো-বাতাস ও বৃক্ষ-ফলশোভিত এই সুন্দর পৃথিবীতে মানুষেরই বেঁচে থাকার জন্য কী অনন্ত আয়োজন। আর প্রত্যেকটি জীবনের মানেই কি অগাধ কামনা- আমি বাঁচব" আনোয়ার পাশার প্রথম নায়ক, 'নীড় সন্ধানী'র হাসান লিখেছিল এই কথা। আমি বাঁচব- এই অগাধ কামনা আনোয়ার পাশার প্রায় সকল নায়কেরই এবং নায়িকারও। তারা বাঁচতে চায়। বাঁচার জন্য গভীর ও বিচিত্র আয়োজন করে। উদ্যোগ নেয়। পরিশ্রম করে।আনোয়ার পাশা নিজেও তাই করেছেন। তাঁর সাহিত্যকর্ম সম্পর্কে যদি একটা কেন্দ্রগত সত্য নিরূপণ করতে হয়, বেছে নিতে হয় প্রধানতম সত্যকেই তবে সেটা হবে, বাঁচার জন্যই সাহিত্য। গভীরভাবে, বিচিত্রভাবে, সার্থকতার সঙ্গে বাঁচা। তার প্রয়োজনেই সাহিত্য। জীবনের জন্য নয় শুধু, জীবনের চাইতেও যা স্পষ্ট ও বাস্তবিক, সেই বাঁচার জন্য।বাঁচার জন্য আবশ্যক কোন্ কোন্ উপাদান? প্রথম আবশ্যক আশ্রয়ের। হাসানের ডায়েরিতেই আছে, "আমার বাঁচা হবে- নিশ্চিন্ত-নীড়ে জীবনের উত্তাপ অনুভব করে খুশি যে-পাখি তারই মতো।" তাই নীড় চাই, চাই আশ্রয়। "আকাশের তো রকমফের নেই, সকলের জন্যই তা সমান অবাধ। তাই মানুষের পরিচয় আকাশে নয়, নীড়ে।"
Specification
Titel: | নীড় সন্ধানী |
---|---|
Author | আনোয়ার পাশা |
Publication: | স্টুডেন্ট ওয়েজ |
ISBN: | 978-984-91401-3-9 |
Edition: | ২০১৭ |
Number of Pages: | 232 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |