রহস্যগল্প-রচনায় অদ্রীশ বর্ধনের প্রধান কৃতিত্ব রত্রই যে, প্রতিটি ক্ষেত্রে শুধু বুদ্ধিদীপ্ত এবং ঘোরালো কাহিনীই নির্মাণ করেননি তিনি, পরিবেশ এবং চরিত্রগুলিকেও করে তুলেছেন সমান কৌতূহলকর এবং রহস্যময়।যে-আটটি রহস্যকাহিনী নিয়ে এই কিশোর-সংকলন, তার প্রত্যেকটি গড়ে উঠেছে নতুন-নতুন পটভূমিতে, চরিত্রগুলিও সেইমতো গেছে বদলে। কোনও গল্পে পান্না-পাথরের বুদ্ধমূর্তি নিয়ে লাওসে পাকচক্র, যার নায়ক শেরপা থুঙ; কোথাও বাম্বেটে ভাইকিংদের গুপ্তধনের সন্ধান আফ্রিকায়। কোনও কাহিনীতে সাড়ে চার হাজার বছরের মিশরীয় জাহাজ, কখনও সিকিমে নিখোঁজ মেয়ের খোঁজে বিদেহী সত্তার ব্যবহার। কোথাও চিনে ওষুধে বাঘের হাড়, কোথাও ড্রাগনের হাড়ে গুপ্তধনের হদিশ। কোথাও ইলেকট্রনিক তান্ত্রিক, ইলেকট্রনিক মজা, কোথাও ডাকাতে কালীর ভাঙা মন্দিরে চাপচাপ রক্ত। গল্পগুলির পরিবেশ আলাদা, রহস্য আলাদা, কিন্তু প্রতিটি গল্পেই গোয়েন্দাচরিত্রটি এক। অদ্রীশ বর্ধনের আশ্চর্য সৃষ্টি সেই ইন্দ্রনাথ রুদ্র। শুধু এক নয়, রহস্য সমাধানেও অদ্বিতীয়।
Specification
Titel: | পাতায় পাতায় রহস্য |
---|---|
Author | অদ্রীশ বর্ধন |
Publication: | আনন্দ পাবলিশার্স |
ISBN: | 9788172153441 |
Edition: | সপ্তম মুদ্রণ আশ্বিন ১৪২৫ |
Number of Pages: | 164 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |