মায়েদের জন্য এই বই। এই বই তাঁদের ছেলে-মেয়েদের জন্যও- যাদের বিশ্বাস, আমার মা সব জানে। আমার মা সব জানে- ছোটদের এই সরল বিশ্বাসকে ভেঙে দিতে কোনও মায়েরই মন চায় না। কেননা একটা বয়স পর্যন্ত যত আবদার, যত জিজ্ঞাসা সবই চলে মায়ের কাছে। অথচ, সংসারের হাজার ঝকমারির মধ্যে মায়ের পক্ষে সজীব, সর্বজ্ঞ, বিশ্বকোষ হয়ে-ওঠা সম্ভবপরই নয়। মাকে তাই অনেক সময় বানিয়ে-বানিয়েও দিতে হয় চটজলদি জবাব। তার মধ্যে বহু ভুলও থেকে যায়। থেকে যাওয়াটা আশ্চর্য কিছু নয়। ছোটরা কিন্তু সেই জবাবই বেদবাক্য হিসেবে মনে রেখে দেয়। কেননা, তাদের অটল বিশ্বাস- আমার মা সব জানে। এইভাবেই অজান্তে, কখনও-বা অসতর্কতায়, ছোটদের মনের গভীরে চারিয়ে যায় কিছু ভুল শিক্ষা, কিছু-বা কুসংস্কার। শুধু এদেশে বলে নয়, সব দেশেই এমনটা ঘটে। মায়েদের কথায় যাতে ভুলভ্রান্তি না থেকে যায়- মায়েরাও তাই জানতে চান বহু প্রশ্নের জবাব। সহজ ভঙ্গিতে, সহজ ভাষায়। ঠিক সেইভাবে- যেভাবে ছোটরা জানতে চায় মায়ের কাছে। এই বইতে সেইরকমই কিছু প্রশ্ন আর তার সহজ, নির্ভুল, সংক্ষিপ্ত জবাব। প্রশ্নে-প্রশ্নে অস্থির করা হচ্ছে মাকে, সাত-কাজের মধ্যেও মা জবাব দিয়ে যাচ্ছেন হাসিঠাট্টার হালকা চালে। ঠিক এই ভঙ্গিতে লেখা। কোথাও পাণ্ডিত্যের ভার নেই, ভয়-দেখানো ভাষা নেই। ফলে, মাকে হাতের কাছে কখনও না পেলে, এই বইটাই ছোটদের কাছে তাদের মায়ের হয়ে জবাব জোগাবে। এ-বইতে নাক ডুবিয়ে বসে থাকবে তারা। শুধু বাংলা ভাষাতেই নয়, এ-ধরনের একটি বই বিশ্বেই বুঝি এই প্রথম। প্রতিটি মায়ের চাই এই বই, প্রতিটি শিশুরও। জনপ্রিয় প্রথম ও দ্বিতীয় খণ্ডের পর সাড়াজাগানো এই বইটির তৃতীয় খণ্ড প্রকাশিত হল।
Specification
Titel: | আমার মা সব জানে ২ |
---|---|
Author | অদ্রীশ বর্ধন |
Publication: | আনন্দ পাবলিশার্স |
ISBN: | 9788172154837 |
Edition: | জুলাই ২০২২ |
Number of Pages: | 276 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |