তাঁর 'সুন্দরব এর 'সুন্দরবন' গ্রন্থের জন্য সেই ১৯৬২ সালেই শিবশঙ্কর মিত্র পেয়েছিলেন ভারত সরকারের দেওয়া শ্রেষ্ঠ শিশুসাহিত্যের পুরস্কার। এটি নিশ্চিত সম্মানজনক এক স্বীকৃতি। কিন্তু তাঁর 'সুন্দরবনে আর্জান সর্দার' যাঁদের পড়া, তাঁরা নিশ্চিত জানেন যে, এই পুরস্কারের থেকেও বড় পুরস্কার তিনি আগেভাগেই পেয়ে গিয়েছেন। সে পুরস্কার পাঠকের সাদর স্বীকৃতির পুরস্কার। বলা বাহুল্য, শেষাবধি লেখক বেঁচে থাকেন পাঠকের হৃদয়েই। শিবশঙ্কর মিত্র সেদিক থেকে বস্তুতই সৌভাগ্যবান। ছোটদের জগতে পদার্পণমাত্রই তিনি পেয়েছেন স্বাগত সমাদর। পেয়েছেন চিরকালীন স্বীকৃতি। পরবর্তী পুরস্কারগুলি এই স্বীকৃতির উপরেই মুদ্রিত শিলমোহর মাত্র। তার গ্রন্থের সংখ্যা কম নয়। বিষয়-বৈচিত্র্যেও সেসব গ্রন্থ উল্লেখের যোগ্য। কিন্তু প্রতি লেখকেরই যেমন থাকে সব-ছাপানো একেকটি বৈশিষ্ট্যময় দিক বা বিষয়, তাঁর ক্ষেত্রেও রয়েছে। সেই বিশেষ বিষয় হল-সুন্দরবন। সেই-যে এক কবিতায় প্রেমেন্দ্র মিত্র লিখেছিলেন-"আমাদের সীমা হল/দক্ষিণে সুন্দরবন/উত্তরে তরাই।" বাংলা সাহিত্যের সীমাকেও এই দক্ষিণে সুন্দরবনের দিকে অকৃপণভাবে যাঁরা বাড়িয়ে দিয়েছেন, নিঃসন্দেহে শিবশঙ্কর মিত্রের নাম তাঁদের অন্যতম রূপে বিবেচিত হবে। শুধু সুন্দরবনের পটভূমিকাতেই তিনি লিখেছেন পাঁচ-পাঁচটি বড় মাপের উপন্যাস। এ ছাড়াও বিস্তর ছোটগল্প। দীর্ঘ পঞ্চাশ বছরের ফসল সেই সমুদয় রচনা দুই মলাটের মধ্যে এনে প্রকাশিত হল এই অসামান্য গ্রন্থ, 'সুন্দরবন সমগ্র'। সুন্দরবন শুধু সুন্দরই নয়, একইসঙ্গে দারুণ রহস্যাবৃতও বটে। জল আর জঙ্গল, মানুষ আর হিংস্র পশুপ্রাণী, সংস্কার আর কিংবদন্তী, রোমাঞ্চ আর শৌর্যময় কাহিনী-এই ভূখণ্ডকে চির আকর্ষণীয় আর চির রহস্যময় করে রেখেছে। শিবশঙ্কর মিত্র সুন্দরবনকে শুধু যে কাছ থেকে দেখেছেন তাই নয়, দেখেছেন নানান দিক থেকেও। আর সেই অভিজ্ঞতাকেই জীবন্ত করে তুলেছেন গল্প-উপন্যাসে। তাঁর লেখায় যেসব ঘটনা ও ছবি তা একটিও অলীক নয়। অনেক ক্ষেত্রে চরিত্রের নামগুলি পর্যন্ত অবিকল। কেউ এখনও জীবিত, কেউ-বা পরলোকে। কিন্তু সাহিত্যের সত্য এবং বাস্তবের সত্যের এক অসামান্য মিশেলে যে-জগতে তাঁদের প্রতিচ্ছবি ফুটিয়েছেন লেখক, সেখানে তাঁরা থেকে যাবেন চিরকালের জন্য।
Specification
Titel: | সুন্দরবন সমগ্র |
---|---|
Author | শিবশঙ্কর মিত্র |
Publication: | আনন্দ পাবলিশার্স |
ISBN: | 9788170661399 |
Edition: | ফেব্রুয়ারি ২০২৪ |
Number of Pages: | 472 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |