সাদিয়া মনে মনে আবার নতুন করে স্বপ্ন বুনছে। হৃদয়ে আঁকছে ভালোবাসার মানুষের ছবি। চোখে দেখছে আকাশছোঁয়া স্বপ্ন। হয়তো পূরণ হতে যাচ্ছে মনের সেই আকাঙ্ক্ষা। আর সেই আশায়ই মানুষ বারবার স্বপ্ন দেখে। কারো স্বপ্ন হয়তো পূরণ হয় আবার কারো হয় না। যাদের পূরণ হয় না তারা আবার নতুন জীবন গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। আবার অনেকে ব্যর্থ হয়ে হারিয়ে যায় আপন জগৎ থেকে। সাদিয়া বারবার ব্যর্থ হচ্ছে। বারবার স্বপ্নের দ্বারপ্রান্তে গিয়ে আবার হোঁচট খেয়ে পড়ছে। বারবার হোঁচট খেয়েও স্বপ্ন দেখে চলছে সে। প্রতীক্ষায় আছে প্রিয় মানুষের জন্য। সে নিজেও জানে না আদৌ তার স্বপ্নপূরণ হবে কি না।মনের আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে চলছে সেই প্রিয় মানুষের আশায়। কখনো হৃদয়ের মাঝে হয়েছে রক্তক্ষরণ। কখনো চোখ ভেসে হয়েছে আবহমান নদী। আবার কখনো চোখ শুকিয়ে হয়েছে রোদে পোড়া বিশাল মরুভূমি। সেই ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে আজও বেঁচে আছে পৃথিবীর বুকে। কখনো আকাশ মেঘে ঢেকে সাদিয়ার স্বপ্নকে হারিয়ে ফেলে অচিন দেশে, কখনো ঝোড়ো হাওয়ায় ভেঙে চুরমার করে দিচ্ছে বুকের প্রতিটি হাড়গোড়। তারপরও বিশাল আকাশের দিকে চেয়ে আছে কখন ঐ মেঘের মাঝে উকি দিয়ে হাসিমুখে বের হয়ে আসবে চাঁদ।সাদিয়া স্বপ্নের একবারে কাছাকাছি চলে গেল। কিছুক্ষণের মধ্যেই অবসান হচ্ছে তার অপেক্ষার। কিন্তু এর মধ্যেই আকাশে মেঘ জমে সেই স্বপ্ন আবারও আড়াল হয়ে গেল, মেঘের মধ্য থেকে বজ্র পড়ে সাদিয়ার হৃদয় আবারও পুড়ে ছারখার হয়ে গেল। তারপরও দমে যাওয়ার পাত্রী নয় সাদিয়া। এখনো আকাশের দিকে তাকিয়ে অপেক্ষায় আছে কখন আবার সেই মেঘ কাটবে আর কখন পাবে সে-ই প্রিয় মানুষের সান্নিধ্য।
Specification
Titel: | অপেক্ষা ২ |
---|---|
Author | রেদোয়ান মাসুদ |
Publication: | অনিন্দ্য প্রকাশ |
ISBN: | 9789845262200 |
Edition: | ৫ম প্রকাশ নভেম্বর ২০১৯ |
Number of Pages: | 192 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |