পাঁচ বছরের প্রিয়মকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই যা বিন্দুবাসিনীর। কীভাবে ওকে মানুষ করবেন, কীভাবে ভালো ছাত্র হিসেবে বড় করবেন- এসব ভাবনার মধ্যেই ডুবে থাকেন তিনি। এ ছাড়া আরেকটা বিষয় তার দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। দুই মাস ধরে তিনি লক্ষ করছেন, ঘুমানোর কয়েক ঘণ্টার মধ্যে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠে প্রিয়ম। কাঁপতে থাকে আতঙ্কে। ভয় পেয়ে কুঁকড়ে যায় সে। তখন ওর বুকের ধড়ফড়ানি বেড়ে যায়। বেড়ে যায় শ্বাস- প্রশ্বাসও। চোখ বড় বড় করে তাকায়। আবার কয়েক মিনিটের মধ্যে স্বাভাবিকও হয়ে যায়, তলিয়ে যায় গভীর ঘুমে। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর গত রাতের কথা কিছুই মনে করতে পারে না সে। কিছুদিন আগে তাকে একজন শিশুরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়েছিলেন তার মা। এটা তেমন কোনো সমস্যা নয় বলে জানিয়েছিলেন চিকিৎসক। এ নিয়ে দুশ্চিন্তা না করতেও বলেছিলেন। এইসঙ্গে বলেছিলেন মস্তিষ্কের ইইজি পরীক্ষা করাতে। পরীক্ষার কথা শুনে ঘাবড়ে যান বিন্দুবাসিনী। ঘুম থেকে ওঠার পর প্রিয়মকে আদর করে জিজ্ঞেস করেন, তুমি কি রাতে ভয় পেয়েছিলে?না। ভয় পাব কেন। রাতে তো ঘুমিয়েছিলাম। কোনো খারাপ স্বপ্ন দেখোনি তো?না। দেখিনি।চিৎকার করে কেঁদে উঠলে যে!কী বলছ, আম্মু? কখন চিৎকার করলাম? তুমিই বোধ হয় স্বপ্ন দেখেছ। ভয় পেয়েছ। আমি ভয় পাইনি। স্বপ্নও দেখিনি। বড় মানুষের মতো জবাব দেয় প্রিয়ম।
Specification
Titel: | টিনএজ মন-২ স্বপ্ন ও দুুঃস্বপ্ন |
---|---|
Author | মোহিত কামাল |
Publication: | অনিন্দ্য প্রকাশ |
ISBN: | 9789849122371 |
Edition: | ১ম প্রকাশ ফেব্রুয়ারি ২০১৫ |
Number of Pages: | 240 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |