রোকেয়া সাখাওয়াৎ হোসেন (১৮৮০-১৯৩২) স্মরণীয় বাঙালি নারী-ব্যক্তিত্ব। তাঁর জীবনের পরিধি ছিল বায়ান্নো বছর। এই পাঁচ দশকের জীবনে তাঁর অর্জন অসামান্য : শিক্ষাপ্রসার, সাহিত্যসাধনা ও সমাজ-সংস্কারে সে-জীবন ছিল সর্বাংশে নিবেদিত। বাঙালি নারীর— মূলত মুসলিম নারীর উত্থান ও জাগরণের অগ্রদূতী হিসেবে তিনি স্বীকৃত ও সম্মানিত। শিক্ষা-সাহিত্য-সমাজ— এই তিন ক্ষেত্রে তিনি ছিলেন ভাবুক-কর্মী-স্রষ্টা। অগ্রসরচিন্তার এই সৃজনশীল মানবীর চিন্তা-মনন-কর্মের আবেদন তাই কালান্তরেও অনিঃশেষিত।রোকেয়ার জীবন-কর্ম-সারস্বতসাধনার নিদর্শনের এক বড়ো অংশই আজ বিলুপ্ত বা নিশ্চিহ্ন— অনেক বিষয় এখনও অজ্ঞাত ও অনেক উপকরণ অনাবিষ্কৃত—নিরন্তর অনুসন্ধানের ফলে ক্রমশ তা উদ্্ঘাটিত হলে বেগম রোকেয়ার একটি সুবিন্যস্ত জীবন-কাঠামো পুনর্নির্মাণের সুযোগ তৈরি হবে।বর্তমান প্রয়াসে বেগম রোকেয়ার প্রয়াণের পূর্বাপর ঘটনাবলির ও সেইসঙ্গে আনুষঙ্গিক কিছু বিষয়ের দুর্লভ-অগ্রন্থিত-অপ্রকাশিত তথ্যদলিল সংকলিত-বিন্যস্ত হয়েছে। রোকেয়ার প্রয়াণকালের প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, তাঁর শেষলেখা, সংবাদ-সাময়িকপত্রে প্রকাশিত প্রয়াণ-সংবাদ এবং ক্রোড়পত্র ও শোক-স্মরণ রচনা, অপ্রকাশিত চিঠি, উত্তরকালের স্মারক ডাকটিকিট ও স্মৃতিকেন্দ্র স্থাপনের আমন্ত্রণপত্র অন্তর্ভুক্ত হয়েছে এই বইতে। রোকেয়া-জীবনসম্পৃক্ত দুর্লভ-দুষ্প্রাপ্য-অজ্ঞাত এইসব উপকরণ নানা সূত্র থেকে সংগ্রহ ও গ্রন্থন করেছেন অনুসন্ধানী গবেষক ডক্টর আবুল আহসান চৌধুরী— তারই গ্রন্থরূপ রোকেয়া প্রয়াণলেখ : সাময়িকপত্রের সাক্ষ্য ও অন্যান্য— রোকেয়াচর্চায় নতুন সংযোজন।
Specification
Titel:
রোকেয়া প্রয়াণলেখ : সাময়িকপত্রের সাক্ষ্য ও অন্যান্য
ডক্টর আবুল আহসান চৌধুরী সমাজমনস্ক ও ঐতিহ্যসন্ধানী লেখক । তাঁর চর্চা ও গবেষণার বিষয় ফোকলোর, উনিশ শতকের সমাজ ও সাহিত্য, সংবাদ-সাময়িকপত্র, আধুনিক সাহিত্য, আঞ্চলিক ইতিহাস ও সংগীত-সংস্কৃতি। লালন সাঁই, কাঙাল হরিনাথ মজুমদার ও মীর মশাররফ হোসেন-বিষয়ক তাঁর গবেষণা-কাজ দেশে-বিদেশে সমাদৃত। প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় একশো পনেরো।
সংগ্রহ-সংকলন সম্পাদনা করেছেন সাহিত্য- সেবীদের মূল্যবান পত্র, ডায়েরি, দুষ্প্রাপ্য গ্রন্থ ও রচনাবলি ।
জন্ম কুষ্টিয়ার মজমপুরে, ১৩ জানুয়ারি ১৯৫৩। বাংলায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও পিএইচডি। প্রায় চল্লিশ বছর অধ্যাপনা পেশায় যুক্ত ছিলেন। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন প্রফেসর।
উল্লেখযোগ্য সম্মাননা-স্বীকৃতি-পুরস্কার : লালন পুরস্কার (পশ্চিমবঙ্গ রাজ্য লালন মেলা সমিতি, ২০০০), বঙ্গীয় সাহিত্য পরিষৎ পুরস্কার (কলকাতা, ২০০৮) গবেষণায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (ঢাকা, ২০০৯)।
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.