একরাতে বাড়ির সবাই মিলে খাবার টেবিলে বসে খাচ্ছি। খাওয়ার সময় আমরা সবাই গল্প করি। এক সময় হঠাৎ আপু বললো, 'আচ্ছা, তোমাদের কার কী হতে ইচ্ছে করে?' সবাই চিন্তায় পড়ে গেলাম। সবার প্রথমে ভাইয়া বললো, সে ডাক্তার হতে চায় । মা বললো, সে টিচার হতে চায়। বাবা বললো, আমি লেখক হতে চাই, আর আপু বললো, সে নায়িকা হতে চায়। বাকি রইলাম শুধু আমি। সবাই আমার দিকে তাকালো । কিন্তু এখন আমি কী বলি? আমার যে অনেক কিছু হতে ইচ্ছে করে। কোনটা রেখে কোনটা হতে চাইবো আমি? উমম উমম উমম ... ভাইয়া দিলো ধমক, কী শুধু উমম উমম করছিস? তুই কি কিছুই হতে চাস না? আমি চিৎকার করে বললাম অবশ্যই হতে চাই। কিন্তু আমি তো অনেক কিছু হতে চাই, কোনটা বলবো? সবাই বললো, যে কোনো একটা বলতেই হবে। তখন আমার হঠাৎ করে মনে হলো পাখির কথা। মনে হলো আমি শুধু পাখিই হতে চাই ।তারপর খেয়েদেয়ে সবাই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল বেলা ঘুম থেকে উঠে তো আমি অবাক!
Specification
Titel: | নিধির গল্প |
---|---|
Author | আকাশলীনা নিধি |
Publication: | আকাশলীনা |
Edition: | 2017 |
Number of Pages: | 16 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |