স্মৃতিকথামূলক বই এর আগেও লিখেছেন কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক তবে 'স্মৃতির খেয়ায় যাই ভেসে যাই' একেবারেই ব্যতিক্রম। এই বইয়ের প্রথম ভাগে তাঁর জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত কিছু পর্ব, যেমন- মহান মুক্তিযুদ্ধের দিনরাত, স্মৃতিময় বাংলা একাডেমি এবং দুই কালের দুই বইমেলার আন্তরিক গল্পকথা উদ্ভাসিত হয়েছে।বইয়ের দ্বিতীয় পর্বে লেখকের স্মৃতির মানুষেরা আলোচিত হয়েছেন। স্মৃতির সূত্রে এসেছে তাঁদের সৃষ্টির প্রসঙ্গ-অনুষঙ্গও। আলোচিত-স্মরিত হয়েছেন লেখকের শ্রদ্ধেয়-প্রিয় পূর্বজ, সমসাময়িক বন্ধুবর্গ এবং প্রীতি ও স্নেহভাজন অনুজেরা।আনোয়ারা সৈয়দ হক এঁদের সবাইকে অবলোকন করেন উদার-প্রসারিত দৃষ্টিতে। ফলে 'স্মৃতির খেয়ায় যাই ভেসে যাই' পাঠে স্মৃতি সততই সুখের- এই বোধপুষ্পের পাশাপাশি স্মৃতিবৃক্ষের কাঁটাও দৃশ্যমান হতে থাকে।স্মৃতির খেয়ায় আনোয়ারা সৈয়দ হক যেমন ভেসে- চলেছেন তেমনি পাঠককেও প্রলুব্ধ করেন তাঁর স্মৃতিসমুদ্রের আনন্দিত-বিষাদিত জলে অবগাহনে।
আনোয়ারা সৈয়দ হক (জন্ম ৫ নভেম্বর, ১৯৪০) হলেন একজন খ্যাতনামা বাংলাদেশী মনোরোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ও কথাসাহিত্যিক। তিনি বেশ কিছু গল্প, উপন্যাস, প্রবন্ধ ও শিশুসাহিত্য রচনা করেছেন। একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে তার রচনায় মনস্তাত্ত্বিক দিকগুলো তুলে ধরেছেন। উপন্যাসে অবদানের জন্য তিনি ২০১০ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। পারিবারিক জীবনে তিনি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সহধর্মিণী ছিলেন।
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.