বঙ্গোপসাগরের দক্ষিণ-পুবের একটি দ্বীপ। সবাই ডাকে কুসুমচর । অদ্ভুত সব ঘটনা ঘটে সেখানে । কিছু দিন পর পর অবধারিতভাবেই যেন প্রাণ দিতে হয় একজন দ্বীপবাসীকে । অজানা আতঙ্কে ছুটতে ছুটতে মারা যায় সেই হতভাগা । কেউ তাদের লাশও খুঁজে পায় না। স্রেফ গায়েব হয়ে যায় । ভূতুড়ে এই ঘটনার কথা জানতে পারে রোমাঞ্চ পাগল মিলন। অ্যাডভেঞ্চারে তার সঙ্গী হয় শৈশবের বন্ধু উদ্ভিদবিজ্ঞানী তুষার । একজন বিজ্ঞান বোঝে ভালো, আরেকজনের আছে উপস্থিত বুদ্ধি ও দারুণ সাহস। কুসুমচরে পা রাখতেই অশুভ আলামত পেতে থাকে দুজন । তারা দেখে দ্বীপ ছাড়তে শুরু করেছে বাসিন্দারা । ঘটছে উটকো সব ঘটনা। বাড়তে থাকে বিপদের গন্ধ । ক্রমে অদেখা এক জগতের জালে আটকে যেতে থাকে ওরা। পদে পদে বিপদ ও কৌশল খাটিয়ে বেঁচে থাকার গল্প নিয়েই রক্তদ্বীপের কাহিনি ।
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.