গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগে নদীয়া অঞ্চলের একজন রম্য গল্পকার। তিনি অষ্টাদশ শতাব্দির প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে তার সভাসদের মধ্যকার নবরত্নদের একজন হিসাবে অন্তর্ভুক্ত করেছিলেন । প্রায় দুই'শ বছরের অধিক সময় ধরে প্রচলিত জীবন-রস সমৃদ্ধ গল্পগুলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের মাঝে, লোককথায় এখনো টিকে আছে।
প্রদীপ রায় ১৯৫২ সালের ২ অক্টোবর মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বেকরা গ্রামে। তিনি ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে এম.এ. এবং ১৯৮৪ সালে ভারতের পুনা বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচ.ডি. ডিগ্রি লাভ করেন। কিছুকাল মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজে অধ্যাপনা করে ১৯৮৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যােগ দেন। বর্তমানে এই বিভাগের অধ্যাপক। এ ছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ; ইনস্টিটিউট অব বিজিনেস এ্যাডমিনিস্ট্রেশন (IBA); বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ; ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ; পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ খণ্ডকালীন শিক্ষকতা করেন। বাংলাদেশ দর্শন সমিতি, বাংলা একাডেমী, এশিয়াটিক সােসাইটি অব বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসােসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসােসিয়েশন, মানিকগঞ্জ সমিতি-এর আজীবন সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও ছিলেন তিনি। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের সিলেবাস প্রণয়ন কমিটির সভাপতিও ছিলেন। দেশ-বিদেশের জার্নালে তার দর্শন বিষয়ক বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে । প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে : মানিকগঞ্জ জেলার রাজনৈতিক ইতিহাস (১৯৮৫), পাশ্চাত্য দর্শনের ইতিহাস। (অনূদিত, প্রাচীন ও মধ্যযুগ, ১৯৯৮), দেব স্মারক। বক্তৃতামালা : ১৯৮১-১৯৯৯ (যুগ্ম-সম্পাদনা, ২০০০), গোবিন্দচন্দ্র দেব : অগ্রন্থিত প্রবন্ধ ও অন্যান্য রচনা (সংগ্রহ। ও সম্পাদনা, ২০০২), পাশ্চাত্য দর্শনের ইতিহাস (অনূদিত, আধুনিক যুগ, প্রথম খণ্ড, ২০০৩), পাশ্চাত্য দর্শনের ইতিহাস (অনূদিত, আধুনিক যুগ, দ্বিতীয় খণ্ড, ২০০৮), জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : গােবিন্দচন্দ্র দেব । জীবন ও দর্শন (যুগ্ম-সম্পাদনা, ২০০৮), পরিভাষা অভিধান : কলা ও সামাজিক বিজ্ঞান (যুগ, ২০১০) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ : ইতিহাস ও ঐতিহ্য : ১৯২১-২০১১ (২০১২)। তাঁর প্রকাশিতব্য গ্রন্থের মধ্যে রয়েছে ১৮ খণ্ডে বাঙালির দর্শনচর্চা (বিশ্বসাহিত্য কেন্দ্র) এবং দর্শনের রূপরেখা (অনূদিত, যৌথ)।
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.