কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক
কাজী সাজ্জাদ আলী জহির লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীকের জন্ম ১৯৫১ সালের ১১ই এপ্রিল, কুমিল্লার দাউদকান্দিতে । ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করার পর তিনি ১৯৬৯ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। একাত্তরে মুক্তিযুদ্ধকালীন তিনি পাকিস্তান সেনাবাহিনী ত্যাগ করে জম্মু-কাশ্মীর সীমান্ত অতিক্রম করে জেড ফোর্সের অধীনে দ্বিতীয় গোলন্দাজ বাহিনীর উপ-অধিনায়ক হিসেবে বৃহত্তর সিলেট অঞ্চলে শত্রু বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যোগ দেন । বড়োলেখা শমসেরনগর যুদ্ধে অসীম ও সাহসিকতা প্রদর্শনের জন্য তিনি বাংলাদেশ সরকার কর্তৃক ‘বীরপ্রতীক' খেতাবে ভূষিত হন । তিনি সেনাসদর, আর্টিলারি রেজিমেন্ট ও আর্টিলারি প্রশিক্ষণ স্কুলের প্রধান প্রশিক্ষক ছিলেন । তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে সেনাবাহিনীর ইতিহাস লেখা সম্পন্ন করেছেন । তাঁর লেখা মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক ৬০টি। তিনি বজলুর রহমান স্মৃতি পুরস্কার ও মার্কেন্টাইল ব্যাংক পুরস্কার লাভ করেন। ২০০২ সালে তিনি ইন্টারন্যাশনাল হুজ হু-এর প্রফেশনাল লিস্টে অন্তর্ভুক্ত হন । মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা, প্রকাশনা ও শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৩ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। ২০২১ সালে তিনি ভারত সরকার কর্তৃক প্রদত্ত রাষ্ট্রীয় সম্মান 'পদ্মশ্রী' খেতাবে ভূষিত হন ।