ডঃ রবীন্দ্রনাথ পাত্র

রবীন্দ্রনাথ পাত্র; জন্ম ১৯৬১। মাধ্যমিক পরীক্ষায় জাতীয় বৃত্তি লাভ করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে এম.এস.সি. এবং রসায়নশাস্ত্রেই পি.এইচ.ডি. ডিগ্রি লাভ করেন। ভদ্রেশ্বর রবীন্দ্রস্মৃতি বিদ্যানিকেতনের প্রাক্তন শিক্ষক। বিজ্ঞান আন্দোলন ও বিজ্ঞান জনপ্রিয় কর্মসূচির সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে তারকেশ্বর সায়েন্স ক্লাবের সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিজ্ঞান জনপ্রিয়করণের কাজের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে 'দি সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল' তাঁকে 'জাতীয় বিজ্ঞান দিবস' পুরস্কার প্রদান করে। কেমিস্ট্রির মিস্ট্রি, প্রথাগত ডিগ্রি ছাড়াই বিজ্ঞানী, বিশ্বকবির পরিবেশ ভাবনা, প্রাচীন ভারতের বারোজন চিকিৎসা সাধক, দশজন ভারতীয় গণিত সাধক, হুগলি জেলার বিজ্ঞানী, বিশ্বসেরা বারোজন রসায়ন বিজ্ঞানী, বারোজন বাঙালি চিকিৎসা বিজ্ঞানী প্রভৃতি তাঁর রচিত গ্রন্থ।

Author's Books

We found 13 items for you!

Image-Description
Image-Description
Image-Description
Image-Description