মানিক মোহাম্মদ রাজ্জাক

লালমনিরহাট মিশন স্কুল, আদর্শ উচ্চ বিদ্যালয়, সরকারি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানে অধ্যয়ন। পৈতৃক বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বাবা মরহুম আব্দুল ওয়াদূদ ভূঞা মা রাজিয়া সুলতানা। পাঁচ ভাই এক বােন। স্ত্রী জেসমীন আরা ও তিন কন্যা পূর্ণা, অরণ্যা, পৌষী রাজকন্যাকে নিয়ে পারিবারিক জীবন পেশা সরকারি চাকরি। লেখার ক্ষেত্র: মুক্তিযুদ্ধ, গণহত্যা, পরিবেশ, ভ্রমণ, অনুবাদ, গবেষণা, প্রবন্ধ ও ছড়া-কবিতা। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে প্রায় ৬০টি গ্রন্থ। উল্লেখযােগ্য গ্রন্থঃ মুক্তিযুদ্ধ: '৭১-এর অল্পকথা, উত্তরের গণহত্যা, যুদ্ধজীবন, কথা ৭১, একাত্তরের বীরেন স্যার, একটি পতাকা, ছড়া কবিতায় একুশ একাত্তর, ১৯৭১-বিদেশি গণমাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, জনকের প্রতিবাদী জীবন, রেলওয়েতে মুক্তিযুদ্ধ ও গণহত্যা।। প্রবন্ধ ও অনুবাদ: কৌটিল্যের অর্থশাস্ত্র, এবং কৌটিল্যের নীতিশাস্ত্র, চাণক্যের কূটকৌশল, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফাস্ট (লী কুয়ান ইউ-এর আত্মজীবনী)। পরিবেশ: বাংলাদেশের নদ নদী, পৃথিবীর পরিবেশ, অরণ্যাদের শ্যামল গাও, ছড়ায় ছড়ায় পরিবেশ। ভ্রমণ: দেশের নাম ভিয়েতনাম, স্বর্গরাজ্য সিঙ্গাপুর, প্যারিসের পথে পথে, এবং ব্রিটেনের রাজতন্ত্র, প্যারিস পেরিয়ে বিলেত। কবিতা-ছড়া: বদ্বীপের বেদনা, তাই যদি হবে, সূর্যহীন। তাপের ছায়ায়, অন্তর্ভাজে লুকোচুরি, বিশুদ্ধ স্নান, শত কবিতা, ঘুমকে ঘুমাতে দাও।

Author's Books

We found 1 items for you!