জ্যোতির্ময় নন্দী

জ্যোতির্ময় নন্দী জন্ম ১ আগস্ট ১৯৫৬, চট্টগ্রাম শহরে। মূলত কবি। অনুবাদক হিসেবেও পাঠকের নজর কেড়েছেন। সংস্কৃত, ইংরেজি, ফরাসি, হিন্দি প্রভৃতি ভাষা থেকে ধ্রম্নপদি ও সমকালীন সাহিত্য বাংলায় অনুবাদ করেছেন। প্রকাশিত হয়েছে ইংরেজি সাহিত্যের ধ্রম্নপদি নভেলেট জোসেফ কনরাডের হার্ট অব ডার্কনেস-এর অনুবাদ অন্ধকারের অšত্মঃস্থলে, বাংলায় উর্দু ছোটগল্পের সংকলন উর্দুওয়ালি ও জাপানি শত কবির শত কবিতা হ্যাকুনিন ইস্শু। বাতিঘর থেকে প্রকাশিত হচ্ছে বর্তমান বিশ্বের বেস্টসেলার পাওলো কোয়েলহোর যুগাšত্মকারী উপন্যাস দ্য আলকেমিস্ট-এর বাংলা অনুবাদ। জ্যোতির্ময় নন্দীর কবিতার বই শিশু তুমি মাটির কাছে, পানপাত্রে গচ্ছিত রাত্রি ও আমার কবিতা যেন থাকে দুধেভাতে। পেশায় সাংবাদিক। সাড়ে তিন দশক ধরে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন দৈনিক ও টিভি চ্যানেলে কাজ করেছেন। বর্তমানে ঢাকায় একটি নিউজ পোর্টালের সম্পাদক।

Author's Books

We found 3 items for you!