কাজী জাওয়াদ

কাজী জাওয়াদ জন্ম বরিশালে । পৈতৃক নিবাস ফরিদপুর । ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গোপনে বিবিসির অনুষ্ঠান শুনে সাংবাদিকতায় আগ্রহী হন । স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ভর্তির দিনই দৈনিক জনপদ পত্রিকায় যোগ দেন বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে। ১৯৭৭ সালে ইংরেজি সাপ্তাহিক হলিডে পত্রিকায় স্টাফ করেসপনডেন্ট হিসেবে কাজ করেন। সাপ্তাহিক বিচিত্রায় স্টাফ রিপোর্টার পদে যোগ দেন ১৯৭৮ সালে। পরে প্রধান প্রতিবেদক হন । বিবিসি বাংলা বিভাগে যোগ দিতে বিলেতপ্রবাসী হন ১৯৯১ সালে । প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে কাজী জাওয়াদ অনূদিত কাজুও ইশিগুরোর উপন্যাস বিনোদনের এক শিল্পী (অ্যান আর্টিস্ট অব দ্য ফ্লোটিং ওয়ার্ল্ড)। বর্তমানে বিলেতে অবসর যাপন এবং লেখালেখি করছেন।

Author's Books

We found 2 items for you!

Image-Description
Image-Description
Image-Description
Image-Description