ওবায়দুল হাসান

বিচারপতি ওবায়দুল হাসান ১৯৫৯ খ্রিষ্টাব্দের ১১ জানুয়ারি নেত্রকোণা জেলার মোহনগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ডা. আখলাকুল হোসাইন আহমেদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। জনাব হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে। এম.এস.এস. ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় হতে তিনি এল.এল.বি. ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৮ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে এবং ২০০৫ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি ৩০ জুন ২০০৯ খ্রি. তারিখে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগদান করেন এবং ৬ জুন ২০১১ খ্রি. তারিখে একই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। তিনি ২৫ মার্চ ২০১২ খ্রি. তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর একজন সদস্য হিসেবে যোগদান করেন এবং পরবর্তী সময়ে ১৩ ডিসেম্বর ২০১২ খ্রি. তারিখ থেকে ২০১৫ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর পর্যন্ত উক্ত ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বিচারপতি হাসান একজন ভ্রমণপ্রিয় মানুষ। তিনি অনেক দেশ ভ্রমণ করেছেন, যার মধ্যে অন্যতম-ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, সিংগাপুর, হংকং, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, ভূরঙ্ক, ফ্রান্স, সুইজারল্যান্ড, সৌদি আরব ইত্যাদি।

Author's Books

We found 1 items for you!