বাংলাদেশের ইতিহাস এক সময় লিখেছেন অমুসলিম ঐতিহাসিকরা, বিশেষ করে এদেশে আগত খ্রিস্টান ইতিহাসবিদ এবং পরবর্তী সময়ে হিন্দু ইতিহাসবিদরাই একইভাবে এদেশের ইতিহাস লিখেছেন। মুসলিম সম্প্রদায়ের ইতিহাসবিদ যারা প্রথম দিকে ইতিহাস লিখেছেন, তাদের মধ্যে গোলাম হোসেন খান (সাইর- ই-মুতাখখিরিশ), গোলাম হোসেন সলিম (রিয়াজ উস সালাতীন), সুলিমউল্লাহ (তারিখ-ই-বাঙাল) প্রথম গ্রন্থের লেখকরা। তাঁরা প্রায় সবাই নবাব সিরাজউদৌলার পতনের পরের সময়কার ঐতিহাসিক। ইংরেজদের খুশি। করার জন্য তাঁরা ইতিহাসের পাশাপাশি অনেক অপইতিহাস ও লিখেছেন। যেমন, এঁদের প্রায় সবাই নবাব সিরাজউদদৌলাকে অপশাসক হিসেবে দেখিয়েছেন। পরবর্তীকালে বাংলার সবচেয়ে নামকরা ঐতিহাসিক স্যার যদুনাথ সরকারও নবারের শাসনকে একতরফা সমালোচনা করেছেন। এর সবই হয়েছিল। ইংরেজদের খুশি করার জন্য। একবার বাংলার ইতিহাস। লেখার মাঠে নামেন খ্রিস্টীয় লেখকরা। এদের মধ্যে মেজর চার্লস স্টুয়ার্ট অন্যতম। তিনি History of Bengal লিখে একটি যুগ বিভাগ করলেন, নাম দিলেন বৌদ্ধযুগ, হিন্দুযুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ। সুকৌশলে চার্লস 'খ্রিস্টানযুগ' কথাটি এড়িয়ে গিয়েছিলেন। আজ পর্যন্ত আমাদের ঐতিহাসিকরা এই স্টুয়ার্টের পদ্ধতিই অনুসরণ করছেন, সে হিন্দু কী মুসলিম ইতিহাসবিদ হোন না কেন, কোনো পরিবর্তনের মেয়াত তাদের ছিল না, এখনো নেই। এসব ইতিহাসের মূল লক্ষ কী ছিল, স্রেফ মুসলিম বিশ্বের তৈরি করা। গোলাম হোসেন সলিম থেকে শুরু করে রমেশ চন্দ্র মজুমদার) পর্যন্ত সকলে এ কাজটিই করে গেছেন। এরপর এসেছেন বামপন্থী নামক ইতিহাসবিদ- বুদ্ধিজীবীরা। তারাও একই ধারায় ইতিহাস লিখে চলেছেন।
Specification
Titel: | মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে আলেম সমাজের ভূমিকা |
---|---|
Author | ড. মোহাম্মদ হাননান |
Publication: | অন্যপ্রকাশ |
ISBN: | 978-984-502-666-6 |
Edition: | 2021 |
Number of Pages: | 340 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |