ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পড়লে এটা মনে হওয়া স্বাভাবিক, ১৮৮৫ সালের আগে ভারতের স্বাধীনতা আন্দোলনের সংঘটিত কোন রাজনৈতিক লড়াই-সংগ্রাম যেন একেবারেই ছিল না। খুব বেশি হলে ১৮৫৭ সালে ব্রিটিশদের বিরুদ্ধে মহাবিদ্রোহের ইতিহাসকে বিদেশি ঐতিহাসিকদের ধার করা কথায় আমরা বলি সিপাহিদের বিদ্রোহের কথা। এসব ইতিহাস থেকে স্পষ্ট অনুমান করা যায় বিদেশি ইতিহাস লেখক এবং আমাদের দেশের ভাড়াটে ইতিহাস রচয়িতারা, অত্যন্ত সচেতনভাবে ইতিহাসের পাতা থেকে ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদানকে মুছে ফেলার চেষ্টায় অবিরাম লিপ্ত রয়েছে। অথচ ভারত উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন আলেম-ওলামারা। ঐতিহাসিক সত্যেন সেন তাঁর 'ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভূমিকা' পুস্তকে লিখেছেন, "ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম প্রত্যক্ষ প্রতিরোধ এলো মুসলিম উলেমা সম্প্রদায়ের মধ্য থেকে। মূলত ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই বিদেশি ও বিধর্মীদের শাসন অসহনীয় বলে তাঁদের কাছে প্রতীয়মান হয়েছিল। প্রথম প্রতিবাদ তুললেন বিখ্যাত ধর্মীয় নেতা শাহ ওয়ালীউল্লাহ। পরবর্তীতে শাহ ওয়ালিউল্লাহ পুত্র ও পরবর্তী ধর্মগুরু শাহ আব্দুল আজিজ তাহর পিতার সূত্রটিকে কার্যকরী উপায়ে সম্প্রসারণ করলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে দেওবন্দ শিক্ষা কেন্দ্র যে দেশপ্রেমিক ভূমিকা গ্রহণ করে এসেছে, সেজন্য হিন্দু-মুসলমান নির্বিশেষে সকলের কাছেই তা স্মরণীয় থাকা উচিত ছিল। দেওবন্দ শিক্ষা কেন্দ্র গড়ে ওঠার পেছনে ছিল দীর্ঘদিনের দেশপ্রেমিক ও সংগ্রামী ঐতিহ্য। এই সংগ্রামী প্রেরণার মূলে ছিলেন দিল্লির শাহ ওয়ালিউল্লাহ। ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদানকে অবহেলা করে বিস্তৃতির তলায় চাপা দেওয়া এক জাতীয় অপরাধ!"
Specification
Titel: | ভারত উপমহাদেশের আজাদীর লড়াই: উপেক্ষিত ইতিহাস |
---|---|
Author | আবু রাইহান |
Publication: | দেশ প্রকাশন (ভারত) |
ISBN: | 978-93-81678-99-2 |
Edition: | 2023 |
Number of Pages: | 208 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |