পুরনো যাত্রাপালার ঢঙে বেশ কয়েকটি পুঁথি লিখেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ‘মারুতির পুঁথি’ তেমনই এক যাত্রাপালা তবে এ একেবারে খেয়াল-খুশির যাত্রাপালা৷ যদিও এর মুখ্য অবলম্বন রামায়ণ, তবে এ পুঁথি রামায়ণের নয়, একেবারে আমাদের ঘরের কথার পুঁথি৷ বীর হনুমান এখানে কাজ-পালানো, অলস, চলেছেন কিষ্কিন্ধ্যায়, মতং মুনির কাছে বিদ্যাশিক্ষা করতে৷ এই পুঁথিতে বৈঠকি চালে হাসির ধারা লেখক আর এর পাতায় পাতায় অবনীন্দ্রনাথ নতুন করে আবিষ্কৃত হয়েছেন রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের রেখা আর রঙ৷
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.