রবীন্দ্রনাথ বলেছিলেন রামায়ণে ঘরের কথাকে বড় করে দেখানো হয়েছে। আমাদের মতে মহাভারতও তাই। তাও দু-তিন ভাইয়ের বৃহৎ একান্নবর্তী পরিবার ভেঙে খানখান হওয়ার গল্প, যে গল্পের সঙ্গে জাতি উপজাতি দেশবিদেশ জড়িয়ে যায়, অজস্র ধ্বংস ও মৃত্যু ঘটে, এবং শেষ পর্যন্ত মানুষ এই দর্শনে এসে পৌঁছায় যে, জয় অর্থহীন, পরাজয়ও। অমোঘ মৃত্যু সকলের জন্য অপেক্ষা করছে, ওই হল চরম সত্য।তাতে কি মানুষের শিক্ষা হয়েছে? শতাব্দীর পর শতাব্দী জুড়ে মহাভারত এই প্রশ্ন করে চলে মানুষকে। স্বার্থধাবন, হিংসা, মৃত্যুর অনন্ত বেসাতির ফলে যে পুরস্কার জোটে, তা কতদিনের, কী মূল্য তার।
Specification
Titel: | কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত মহাভারত- |
---|---|
Author | N/A , পবিত্র সরকার(Editor) |
Translator: | রাজশেখর বসু |
Publication: | নিউ লতিকা প্রকাশনী |
Edition: | 2022 |
Number of Pages: | 720 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |