১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালী জাতি এক নতুন আত্মপরিচয় আবিষ্কার করে। সেই থেকে শুরু হলো এক অবিস্মরণীয় সংগ্রাম। ক্রমশঃ উন্মোচিত হলো জাতিগত নিপীড়ন, শোষণ আর অত্যাচারে মুমূর্ষু বাঙালীর আর্তনাদের ইতিহাস। ষাটের দশকে ঐতিহাসিক ছয় দফা আন্দোলন নতুনভাবে উদ্ভাসিত হলো উনসত্তরের গণ অভ্যুত্থানে। সত্তরের নির্বাচনে শেখ মুজিবের নিরঙ্কুশ বিজয়। ক্ষমতা হস্তান্তরের পরিবর্তে পাকবাহিনী শুরু করলো বীভৎস গণহত্যা। চেংগিজ, হালাকু ও হিটলারকে হার মানালো বর্বর পাকিস্তানী সৈন্যরা। আরম্ভ হলো একাত্তরের মুক্তিযুদ্ধ, বাঙালী জাতির স্বাধীনতার জন্য মরণপন লড়াই। শহীদ তীতুমির, সূর্যসেন ও বাঘা যতীনের উত্তরসুরী বংশধর লক্ষ লক্ষ তরুণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, নিজ প্রাণ তুচ্ছ জ্ঞান করে। যে অসীম বীরত্ব ও অমিত তেজে মুক্তিযোদ্ধারা লড়াই করেছেন, সেই ঐতিহ্যমন্ডিত মুক্তিযুদ্ধের সুবিস্তৃত পটভূমিও বীরোচিত কাহিনী নিয়েই এ গ্রন্থ। তেইশ বছর, এই অনতিসুদূর সময়ে মুক্তিযুদ্ধভিত্তিক বেশ কিছু বই বেরিয়েছে। যার অনেকগুলোই ইতিহাস মনস্কতা থেকে সুউৎসারিত। বক্ষমান গ্রন্থটি অনেকাংশেই একটু ভিন্নতর। প্রথমত মেজর রফিক নিজে একজন সুখ্যাত বীর মুক্তিযোদ্ধা, যিনি সেই অগ্নিপ্রভ জীবন ও সময়কে শুধু ইতিহাসের প্রেক্ষাপটে দেখেননি-তিনি বাঙালীর শোনিতরঞ্জিত যুদ্ধদিনের সাক্ষাৎ সৈনিকও বটে।মনস্বীতায় ও চিন্তনে আজ তাঁর লেখনি অধিক বিদ্যুন্নিড। এবং মেজর রফিক রচিত প্রত্যক্ষ অভিজ্ঞতায় জারিত এই গ্রন্থটি মুক্তিযুদ্ধ ও বাঙালীর জাগরণের এক অসামান্য সত্যনিষ্ঠ দলিল। তাঁর সলিল রচনাশৈলী এই গ্রন্থটির আর এক আকর্ষণ, যা সব বয়সের পাঠক পাঠিকার কাছে টিকে সমভাবে সমাদৃত হয়ে উঠতে সহায়তা করবে।
Specification
Titel: | মুক্তিযুদ্ধের ইতিহাস |
---|---|
Author | মেজর রফিকুল ইসলাম পিএসসি |
Publication: | কাকলী প্রকাশনী |
ISBN: | 978-984-93104-7-1 |
Edition: | 2023 |
Number of Pages: | 764 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |