বার্ট্রান্ড রাসেলের 'আমার বিশ্বাস' বইটি ১৯২৫ সালে প্রকাশিত তাঁর What I Believe নামক বইয়ের বঙ্গানুবাদ। মানবতাবাদী, বিজ্ঞানমনষ্ক, যুক্তিবাদী, যুদ্ধবিরোধী, শান্তিবাদী, সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী লেখক, অভিজ্ঞতাবাদী দার্শনিক বার্ট্রান্ড রাসেলের এই পুস্তকটি তাঁর প্রতিনিধিত্বমূলক রচনা হিসেবে এতটাই পরিচিত যে, তাঁর রচনার প্রায় সকল সংকলনেই তা স্থান করে নিয়েছে: আলাদা পুস্তক হিসেবেও তা লভ্য। রচনার প্রায় শতবর্ষ পরেও পুস্তকটি তার বিশ্বজনীন ধারণার জন্য সমভাবেই সমাদৃত। এই পুস্তকটিতে রাসেল যে গন্তব্য ও পথের সন্ধান করেন এবং উপস্থাপন করেন তা হলো 'উত্তম' জীবন। তার উত্তম জীবনের ধারণা হলো 'জ্ঞানঋদ্ধ ভালোবাসার জীবন'। গ্রিকরা এবং পৃথিবীর শ্রেষ্ঠ তিন ইহলৌকিক দার্শনিক সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটল যেমন মনে করতেন 'সুখই মানবজীবনের আরাধ্য', বার্ট্রান্ড রাসেলও তারই প্রতিধ্বনি করেন এই পুস্তকটিতে। 'সুখের লাগিয়া' উক্ত গ্রিক দার্শনিকবৃন্দ যেমন নৈতিক জীবনযাপনের কথা বলেন, রাসেল বলেন জ্ঞান, নৈতিক নিয়ম ও ভালোবাসার কথা। আমরা এই পুস্তকটিতে যেসব বিষয়ে রাসেলকে বক্তব্য উপস্থাপন করতে দেখি তা হলো, 'প্রকৃতি ও মানুষ', 'উত্তম জীবন', 'নৈতিক নিয়ম', 'জান' ও সর্বান্তে 'সুখ'। রাসেল এতভাবে যৌক্তিক ও শান্তিময় জীবনের কথা, তার সম্ভাবনার কথা বলেছেন যে, আমরা তার পুস্তক পাঠ করে নতুন জীবন যাপনে উজ্জীবিত হয়ে ওঠি। সেই জীবন বিরোধ-বিরোহিত, কুসংস্কারমুক্ত, জ্ঞানসমৃদ্ধ, শান্তিময়, কল্যাণময়, বিশ্বমানবের সহযোগিতায় ও সহমর্মিতায়। যে বিশ্বাসের কথা, যুক্তিবাদী জীবনের কথা রাসেল এই পুস্তকটিতে বলেছেন, তা তিনি জীবনের শেষদিন পর্যন্ত লালন করেছেন।
Specification
Titel: | আমার বিশ্বাস |
---|---|
Author | বার্ট্রান্ড রাসেল |
Translator: | আমিনুল ইসলাম ভূইয়া |
Publication: | সময় প্রকাশন |
ISBN: | 978-984-458-374-0 |
Edition: | 2022 |
Number of Pages: | 72 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |