আমিনুল ইসলাম ভূইয়া
জন্ম ১৯৫৩ সালের ১ অক্টোবর নরসিংদী জেলার বদরপুর গ্রামে। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এবং ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটি থেকে নীতি বিশ্লেষণে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে বাংলাদেশ সরকারের সচিব পদ থেকে অবসর নেন (সর্বশেষ দায়িত্ব পালন : বিকল্প নির্বাহী পরিচালক, এশীয় উন্নয়ন ব্যাংক, ম্যানিলা)। পছন্দের বিষয় বিজ্ঞানের দর্শন ও তুলনামূলক মিথলজি । উল্লেখযোগ্য প্রকাশনা : প্লেটোর রিপাবলিক-এর ভূমিকা; প্লেটোর আঠারোটি সংলাপ; রবীন্দ্রনাথ : দর্শনভাবনা; আকবর আলি খানের Discovery of Bangladesh গ্রন্থের অনুবাদ বাংলাদেশের সত্তার অন্বেষা; সম্রাট বনাম সূর্যসেনের ঐতিহাসিক মামলার রায়; ফ্রাঞ্জ ফাঁনোর The Wretched of the Earth গ্রন্থের অনুবাদ জগতের লাঞ্ছিত ।