বাট্রান্ড রাসেলের মনীষার কোনো ভূমিকা দেওয়ার প্রয়োজন নেই। তিনি বিংশ শতাব্দীর সবচেয়ে মহান দার্শনিক এবং সামাজিক সংস্কারের প্রবক্তাদের অন্যতম। এই পুস্তকটির আধেয় সুনির্দিষ্টভাবে একারণে তাৎপর্যপূর্ণ যে, এতে আমরা লর্ড রাসেলের ব্যক্তিত্ব ও মনকে স্বতঃস্ফূর্ত উদ্দীপনাময় মুহূর্তে দেখতে পাই। তেরোটি টেলিভিশন সংলাপ, যাতে উড্ড ওয়ায়েট বার্ট্রান্ড রাসেলের সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন তা কোনো পূর্ব-রিহার্সাল ছাড়াই রেকর্ড করা হয়েছিল। সাক্ষাৎকারগুলো আমাদের যুগের মূল সমস্যাদি নিয়ে এই নোবেল পুরস্কার বিজয়ীর বিতর্কিত ও অপ্রথাগত চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। সক্রেটীয় সংলাপের ধাঁচে তাঁর নিজের মৌলিক চিন্তাকে রূপ দিয়ে তিনি সব সময়ই তাঁর স্পষ্টভাষী বহুমুখী প্রতিভা ও বুদ্ধির দীপ্তি দিয়ে পাঠককে বিস্মিত করেন।গোড়া মতবাদ ও অসহিষ্ণুতা, যা প্রকৃষ্টতর বিশ্বের পথে বাধ্য হয়ে দাঁড়িয়েছে তাকে দূরে ঠেলে 'দর্শনের অভিযানপ্রিয়-নাইট' লর্ড রাসেল সংশয়বাদ ও আশার মিশ্র ধারণা নিয়ে বর্তমান দৃশ্যপটকে জরিপ করেন। কখনো কখনো তিনি খুবই নিরাশাবাদী: 'শিক্ষা মানুষের প্রভৃত ক্ষতিসাধন করেছে। আমি মাঝে মাঝে ভাবি মানুষ যদি লিখতে ও পড়তে না জানত তবেই বোধহয় ভালো ছিল।' তিনি আবার আশাবাদীও: 'আমি এমন ভিজন দেখি যে, পৃথিবী সুখী মানুষে ভরপুর, সবাই উদ্যমী, সবাই বুদ্ধিদীপ্ত, কেউ কাউকে অত্যাচার-নির্যাতন করছে না, কেউ অত্যাচারিতও হচ্ছে না।' তিনি আবার বাস্তববাদীও 'আমি মনে করি না কমিউনিজম প্রাচ্য-পাশ্চাত্যের বিরোধের চাইতে বিপজ্জনক: প্রাচ্য ও পাশ্চাত্যের বিরোধ পৃথিবীর সবচেয়ে বড় বিপদ।' সর্বোপরি এই পৃষ্ঠাগুলোতে লর্ড রাসেল তাঁর শ্লেষাত্মক, অননুকরণীয় এবং প্রাণবন্ত সত্তায় আবির্ভূত হয়েছেন। কেবল রেকর্ডকৃত বক্তৃতার সতেজতাই দার্শনিকপ্রবরের সত্যিকার চরিত্রকে প্রাণবন্ত করে তুলতে পারে: তিনি এতে অন্ধ উন্মত্ততা, জন্ম নিয়ন্ত্রণ, হাইড্রোজেন বোমা এবং মানুষের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। কোনো দেশই তার সমালোচনাপূর্ণ দৃষ্টি এড়িয়ে যেতে পারেনি, কোনো মানবীয় উদ্যোগই তাঁর আশাবাদের পরিসীমার বাইরে থাকেনি।যিনিই এই মহান মানবতাবাদী বিজ্ঞানীকে জানতে আগ্রহী, তাঁর আলোচিত মহান চিন্তাধারা জানতে আগ্রহী, তার জন্য এই ঝাঁঝালো পুস্তকটি পাঠ করা অপরিহার্য। প্রশ্ন ও উত্তরের স্বতঃস্ফূর্ততায় বার্ট্রান্ড রাসেল যখন তাঁর মনের কথা বলেন তখন পাঠক প্রজ্ঞার গতিপথ অনুসরণ করে আমাদের যুগের বড় বড় দ্বিধাদ্বন্দ্ব দেখতে সক্ষম হন।
Specification
Titel: | মনের কথা |
---|---|
Author | বার্ট্রান্ড রাসেল |
Translator: | আমিনুল ইসলাম ভূইয়া |
Publication: | সময় প্রকাশন |
ISBN: | 978-984-458-375-7 |
Edition: | 2022 |
Number of Pages: | 156 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |