দিল্লীর সম্রাটের প্রধান কার্যী (কার্যী-উল-কুযযাত) মীনহাজ-ই-সিরাজ কর্তৃক রচিত তবকাত-ই-নাসিরী গ্রন্থ উপমহাদেশের প্রথম ইতিহাস গ্রন্থনা হলেও বাঙলাই যে এটি প্রথম নিয়মিত ইতিহাস গ্রন্থ তাতে সন্দেজ নেই। তেইশ অধ্যায়ে (তবকত) বিভক্ত এই বিশাল গ্রন্থে হযরত আদম (আ.) থেকে শুরু করে ১২৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিম বিশ্বের মোটামুটি সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরা হয়েছে। ১২০৪ কি ১২০৫ খ্রিস্টাব্দে ইখতিয়ার-উদ-দীন মোহাম্মদ বখতিয়ার খলজী নামক একজন অসম সাহসী তুর্কি সমর নায়কের বাঙলায় সর্বপ্রথম মুসলিম অধিকার প্রতিষ্ঠার বর্ণনা এই গ্রন্থে তুলে ধরা হয়েছে। প্রত্যক্ষদর্শী না হলেও গ্রন্থকার ঘটনার কিছুকাল পরে সরেযমিনে তদন্ত করে এই ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে গেছেন। এর পরে বহুশত বর্ষ ধরে মোহাম্মদ বখতিয়ারের বঙ্গ বিজয় নিয়ে কোনো ইতিহাস রচিত হয়নি। এরপরে এ বিষয়ে যত ইতিহাস রচিত হয়েছে তা সবই তবকাত-ই-নাসিরী গ্রন্থেরই চর্বিতচর্বণ অথবা কল্পনাপ্রসূত বিবরণ। বহুভাষাবিদ প্রখ্যাত ইতিহাস ও প্রত্নতত্ত্ববিদ, বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক জনাব আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া এই সুবিশাল গ্রন্থ থেকে বাঙলা সম্পর্কে যে তিনটি অধ্যায় (২০, ২১ ও ২২ তবকত) আছে, সেগুলি মূল ফারসি থেকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন অজস্র ঢাকা-টিপ্পনীর সাহায্যে। সেই সঙ্গে মোহাম্মদ বখতিয়ারের নওদীহ বিজয়, তিব্বত অভিযান, বাঙলায় প্রথম ধর্মান্তরিত মুসলিম আলী মেচ, ১২৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত বাঙলার মুসলিম শাসনকর্তাগণ ইত্যাদি বিষয়ে অতি মূল্যবান গবেষণালব্ধ তথ্যাদি তুলে ধরা হয়েছে এই প্রামাণ্য এছে।
Specification
Titel: | তবকাত-ই-নাসিরী |
---|---|
Author | মীনহাজ–ই–সিরাজ |
Translator: | আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া |
Publication: | দিব্যপ্রকাশ |
ISBN: | 9844832802 |
Edition: | 2014 |
Number of Pages: | 298 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |