পুরাকীর্তির আলোকে বৃহত্তর ঢাকার ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে দর্শকগণকে পরিচয় করিয়া দেয়ার উদ্দেশ্য নিয়ে এ পুস্তক প্রকাশিত হল। তাই খ্রি. আঠার শতক থেকে এ যাবৎ বৃহত্তর ঢাকার বিভিন্ন প্রান্তে যেসব প্রত্ন-স্থাপনা ও পুরাবস্তু আবিষ্কৃত হয়েছে সেগুলোর সবই এ পুস্তকে বর্ণিত হয়েছে। বর্ণনায় পাশাপাশি রয়েছে আলোকচিত্রের পরিস্ফুটন। ভাষাকে রাখা হয়েছে সরল। আশা করি পাঠক সহজেই এ পুস্তকের বিষয়বস্তু অনুধাবন করতে পারবেন। সহজেই পরিচিতি হয়ে উঠতে পারবেন হারানো দিনের ঢাকার সাথে। আমাদের প্রচেষ্টা সপল হলে নিজেদের গর্বিত মনে করবো।
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.