পলাশীর যুদ্ধে বাংলার ভাগ্য নির্ধারিত হয়ে গেছে, এমন একটি কথা কি সুধী কি সাধারণ সমাজে প্রচলিত আছে। মীর কাসিমের সঙ্গে ইংরেজদের সংঘর্ষ এবং কয়েকটি যুদ্ধ প্রমাণ করে উপরের ধারণাটি পুরো সত্য নয়। আমরা এও দেখি বঙ্গ-বিহার-উড়িষ্যার শেষ স্বাধীন মুসলমান নবাবের নাম মীর কাসিম।এ কথা সত্য, ইংরেজদের আনুকূল্যেই তিনি 'ক্লাইভের গর্দভ' হিসাবে ইতিহাসে পরিচিত মীর জাফরকে সরিয়ে ১৭৬০ সালে বাংলার নবাব হন, তবে এ কথা আরো বেশি সত্য যে মীর কাসিম ছিলেন স্বাধীনচেতা, দেশপ্রেমী, প্রজাবৎসল এবং ইংরেজ বিদ্বেষী। তিনি মীর জাফরের জীবন বেছে নিতে পারতেন। পরিবর্তে তিনি বেছে নেন দেশের শিল্পবাণিজ্য ও প্রজাস্বার্থ রক্ষার প্রতিজ্ঞা এবং দেশ ও প্রজার স্বার্থ রক্ষায়ই তিনি প্রাণ বিসর্জন দেন।এ অঞ্চলে ইতিহাস বিষয়ক রচনা তৈরি করার সময় জনশ্রুতির ওপর নির্ভর না করে যিনি বিজ্ঞানসম্মত প্রণালীতে সর্বপ্রথম তা উপস্থাপন করেন তিনি অক্ষয়কুমার মৈত্রেয়। তাঁর এই ‘মীর কাসিম' গ্রন্থটি ‘গুরুদাস চট্টোপাধ্যায় এন্ড সন্স, ২০৩/১/১, কর্নওয়ালিস স্ট্রীট, কলিকাতা' থেকে প্রথম প্রকাশিত হয় ১৩১২ সালে। বইটি জনপ্রিয় হয়েছিল, তার বড় প্রমাণ আমরা গ্রন্থটির চতুর্থ মুদ্রণ অনুসরণ করে বর্তমান সংস্করণটি প্রকাশ করছি। বরাবরের মতো আমরা সে সময়কার বানানরীতি বজায় রেখেছি। নতুবা গ্রন্থটির অঙ্গহানি ঘটত বলেই আমরা মনে করি।এ গ্রন্থটি তার নিজস্ব সংগ্রহ থেকে জোগাড় করে দিয়েছেন প্রথম আলোর সাংবাদিক জামিল বিন সাত্তার। তাকে ধন্যবাদ, পাঠকের ধন্যবাদও তারই প্রাপ্য ।
Specification
Titel: | মীর কাসিম (NE) |
---|---|
Author | অক্ষয়কুমার মৈত্রেয় |
Publication: | দিব্যপ্রকাশ |
ISBN: | 984-483-230-6 |
Edition: | ৪র্থ প্রকাশ মার্চ ২০২৪ |
Number of Pages: | 168 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |