যেহেতু এই সংকলনটিতে হিন্দুস্তানের সকল রাজার সম্বন্ধেই অধ্যায় দেওয়া আছে, আর আল্লাহর প্রতিনিধি মহান সম্রাটের সম্বন্ধীয় মহান অংশটি অন্যান্য অংশের শেষে আছে, ইহার নাম দেওয়া হইয়াছে তবকাত-ই-আকবর শাহী, আর ইহা এক চমৎকার যোগাযোগ যে নিযামী শব্দটাতে সংকলনকারীর নামের অংশ আছে আর ইহাতে সংকলনের তারিখটি নিহিত আছে। আশা করা যায় যে, বিস্ময়কর ঘটনাসমূহের এই ইতিহাস বুদ্ধিমানগণকে তথ্য যোগাইবে।এই পুস্তকে নয়টি অংশ আর একটি সমাপ্তি। ভূমিকার অংশটিতে আ. হি. ৩৬৭ সনে সবুক্তগীনের রাজত্বের শুরু হইতে আ. হি. ৫৮২ সন পর্যন্ত একশত পনের বৎসরের ঘটনায় পনের জন রাজার ইতিহাস। নয়টি অংশ-(১) দিল্লী সম্বন্ধে একটি অংশ, ইহা আরম্ভ হইবে সুলতান মুইযুদ্দীন ঘোরির রাজত্বকাল হইতে, যিনি সর্বপ্রথম দিল্লী অধিকার করিয়া তথায় শাসনকর্তা নিযুক্ত করেন, আর আল্লাহর প্রতিনিধি, মহান সম্রাটের শুভসূচক শাসন পর্যন্ত বিস্তৃত হইবে, যাহাতে ছত্রিশ জন রাজার ইতিহাস থাকিবে, আর যাহা আরম্ভ হইবে আ. হি. ৫৭৪ সনে, শেষ হইবে আ. হি. ১০০২ সনে, চারিশত আটচল্লিশ বৎসর সময়ের ইতিহাস: (২) দাক্ষিণাত্য সম্বন্ধে একটি অংশ যাহাতে আ. হি. ৭৪৮ সন হইতে আ. হি. ১০০২ সন পর্যন্ত, দুইশত পঞ্চান্ন বৎসরে ছত্রিশ জন রাজার ইতিহাস; (৩) গুজরাট সম্বন্ধে একটি অংশ, যাহার সংখ্যায় ষোল জন রাজা আ. হি. ৭৯২ সন হইতে আ. হি. ৯৮০ পর্যন্ত, একশত সাতাশি বৎসর রাজত্ব করিয়াছিলেন; (৪) বাঙ্গালা সম্বন্ধে একটি অংশ, যেখানে আ. হি. ৭৪১ সন হইতে আ. হি. ৯৩৯ সন পর্যন্ত-একশত আটানব্বই বৎসরে একুশ জন রাজা রাজত্ব করিয়াছিলেন; (৫) জৌনপুর সম্বন্ধে একটি অংশ যেখানে সাতানব্বই বৎসরে পাঁচজন রাজা রাজত্ব করিয়াছিলেন; (৬) মালব সম্বন্ধে একটি অংশ, যেখানে বারজন রাজা একশত আটান্ন বৎসর রাজত্ব করিয়াছিলেন; (৭) কাশ্মির সম্বন্ধে একটি অংশ, যেখানে দুইশত পঁয়তাল্লিশ বৎসরে ছাব্বিশ জন রাজা ছিলেন; (৮) সিন্ধু সম্বন্ধে একটি অংশ, যেখানে দুইশত ছত্রিশ বৎসরে একুশ জন রাজা রাজত্ব করিয়াছিলেন; এবং (৯) মুলতান সম্বন্ধে একটি অংশ, যেখানে আশি বৎসরকাল মধ্যে পাঁচ জন রাজত্ব করেন। সমাপ্ত অংশটিতে হিন্দুস্তান সম্বন্ধে কতিপয় বৈশিষ্ট্যের বিবরণ এবং অন্যান্য কয়টি বিষয়।
Specification
Titel: | তবকাত ই আকবরী (দ্বিতীয় খন্ড) |
---|---|
Author | খাজা নিযামউদ্দিন আহমেদ |
Translator: | আহমদ ফজলুল রহমান |
Publication: | দিব্যপ্রকাশ |
ISBN: | 9789849232018 |
Edition: | 2019 |
Number of Pages: | 528 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |