'ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের কাছ থেকে প্রতিনিয়ত একটা অভিযোগ শোনা যায়- ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তাদের ঋণ দেয় না। অর্থের সংকটে অনেক প্রতিশ্রুতিশীল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাচ্ছে বা গেছে। উল্টোদিকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এর তরফ থেকে নিয়মিত আফসোস শোনা যায়- অর্থ দেয়ার মতো উপযুক্ত উদ্যোগ পাওয়া যায় না। ব্যাংক একটি লাভজনক ও মুনাফা-প্রত্যাশী প্রতিষ্ঠান। ভাল গ্রাহকের সন্ধান তাদের নিজস্ব তাগিদেই করে। বিপননের জন্য তারা প্রচুর খরচ করে- উদ্দেশ্য একটাই- ভাল এবং নতুন গ্রাহক পাওয়া। কেন এই ধাঁধা?' এই ধাধার উত্তর খোঁজার নিরন্তর চেষ্টা এই বইয়ে।
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.