নিজাম আকন্দ
মো: নিজাম উদ্দিন আকন্দ, নিজাম আকন্দ নামেই সমধিক পরিচিত। তাঁর জন্ম ১৯৮২ সালের ১লা জানুয়ারি বরিশাল জেলায়। পিতা: মোঃফখর উদ্দিন আকন্দ, প্রথম জীবনে তার পিতা পেশায় ছিলেন একজনসরকারি চাকরিজীবী এবং শেষ জীবনে ব্যবসায়ী হিসেবে পেশা বেছেনেন। বরিশাল জিলা স্কুল থেকে এসএসসি এবং বরিশাল সৈয়দ হাতেম আলীকলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৯৯ সালে তিনি ঢাকাবিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে চান্স পান। বন্ধুদের সাথেএকসাথে পড়বেন বলে পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে ভর্তি হন ১৯৯৯ সালে।''ইন্টারন্যাশনাল বিজনেস" এর উপরে BBA ডিগ্রী অর্জন করেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। এরপর সাউথইস্টইউনিভার্সিটি থেকে MBA ডিগ্রী অর্জন করে "মার্কেটিং" এর উপর। নিজাম আকন্দ কর্মজীবন শুরু করেন ২০০৫ সালে বিক্রয় পেশাতে। তিনি বহুজাতিক ও ন্যাশনাল কোম্পানি মিলিয়ে (Banglalink, Huawei and Okapia) ১৫ বছরের সেলস ক্যারিয়ারে সেলসের বিভিন্নবিভাগে ( Direct Sales, Distribution Sales & D2D Sales) কাজকরেন। এই ১৫ বছরের সেলস ক্যারিয়ারে নিজাম আকন্দ অনেকপুরস্কার এবং সম্মাননা পেয়েছেন। ৩ বার ন্যাশনাল চ্যাম্পিয়ন, ৭ বাররিজিওন বেস্ট পুরস্কার, ১ বার আউটস্ট্যান্ডিং সেলস গ্রোথ পুরস্কার, ১বার ওরা ১১ জন পদককে ভূষিত (বেস্ট সেলস কন্ট্রিবিউটর), ১ বারবেস্ট টিম লিডার, ১ বার স্টার পারফর্মার অ্যাওয়ার্ড, ১ বার আগ্রাতাজমহল ফরেন ট্রিপ সহ ১৫ বছরে মোট ১৫ টি পুরষ্কার অর্জন করেছেনবিক্রয় পেশায় অনন্য অবদানের জন্য। সেলস ক্যারিয়ার তিনি শুরু করেছেন Junior Sales Executive হিসেবে। এরপর সেলস পেশায় পদন্নোতির মাধ্যমে Sales Executive, Senior Sales Executive, Assistant Manager, Zonal Sales Manager (ZSM), Regional Sales Manager (RSM), Head of Operations (HO) and General Manager (GM) এর মত গুরুত্বপূর্ণ পদে কাজকরেছেন। তিনি সেলস পেশার লোকদের পেশাগত মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিরজন্য বাংলাদেশ গড়ে তুলেছেন প্রথম এবং সর্ব বৃহত্তম অনলাইন সেলসপ্ল্যাটফর্ম "Sales Leaders in BD". বর্তমানে এর মেম্বার ১৫০০০০(ফেইসবুক ও ইউটিউব মিলিয়ে)। এখানে সেলস ট্রেনিং, সেলসকনফারেন্স, লিংক বিল্ডিং, মেন্টরস মিট, ফ্রী অনলাইন ক্লাস সহনানাবিধ কল্যাণমুখী ও দক্ষতা উন্নয়ন মূলক কাজ সেলস পেশায়নিয়োজি লোকদের জন্য করা হয়। বর্তমানে তিনি এর Founder এবংCEO হিসেবে আছেন। এছাড়া তিনি সেলস ট্রেইনার এবং পাবলিক স্পিকার হিসেবে বিভিন্নপ্রতিষ্ঠানে কাজ করছেন। Skill Sets BD, Sales Leaders in BD, LEADES, Time to Time Learning, Sales Campus এর প্রশিক্ষকহিসেবে তালিকাভুক্ত আছেন এবং কাজ করছেন। এছাড়া তিনিতরুণদের জব পাওয়ার জন্য নানা ধরনের পেশাগত উন্নয়ন এবংকর্পোরেট পদচারনা নিয়ে পাবলিক স্পিকিং করেছেন বিভিন্নবিশ্ববিদ্যালয়ে। তার মধ্যে অন্যতম হলো Shahjalal University of Science and Technology (SUST), University of Global Village (UGV) and The International University of Scholars (IUS) ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে।